অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার স্মিথ-মুনি

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার পদক জিতে নিয়েছেন স্টিভেন স্মিথ। আর বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন বেথ মুনি। সোমবার সিডনিতে জমকালো অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার অ্যালান বোর্ডার পদক জিতে নিয়েছেন স্টিভেন স্মিথ। আর বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরষ্কার বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন বেথ মুনি। সোমবার সিডনিতে জমকালো অনুষ্ঠানে ২০২২ সালের বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এ নিয়ে চতুর্থবারের মতো অ্যালান বোর্ডার পদক জিতলেন স্মিথ। তিনি ভোট পেয়েছেন ১৭১টি।  পেছনে ফেলেছেন ট্রাভিস হেড (১৪৪ ভোট), ডেভিড ওয়ার্নার (১৪১ ভোট), মার্নাস লাবুশেন (১৩৮) ও উসমান খাওয়াজাকে (১৩২)।

এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২১ সালে এই পুরষ্কার জিতেছিলেন স্মিথ। তিনি ছাড়া এ পুরস্কার আগে সর্বোচ্চ চারবার জিতেছিলেন রিকি পন্টিং ও মাইকেল ক্লার্ক।

গত এক বছরে ১০ টেস্ট, ১৭ ওয়ানডে ও ২০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। এই সময়ে তিন সংস্করণ মিলিয়ে ১ হাজার ৫৪৭ রান করেছেন স্মিথ। ৫৫.২৫ গড়ে এ রান করতে ৯টি ফিফটি ৩টি সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।

অন্যদিকে দ্বিতীয়বারের বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড জিতেছেন মুনি। ১২৯ ভোট পাওয়া এ ক্রিকেটার পেছনে ফেলেছেন অধিনায়ক মেগ ল্যানিং (১১০) ও অলরাউন্ডার তাহলিয়া ম্যাকগ্রাকে (৯৫)। তিন সংস্করণ মিলিয়ে গত বছর ৬৯.৩১ গড়ে ১ হাজার ১০৯ রান করেছেন মুনি। ছিল ১টি সেঞ্চুরি ও ৯টি ফিফটি।

শেন ওয়ার্ন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উসমান খাওয়াজা। ২২ ভোট নিয়ে এ পুরষ্কার জিতেছেন তিনি। এছাড়া লাবুশেন ২০ ও স্মিথ ১৮ ভোট পেয়েছেন। কমিউনিটি ইমপ্যাক্ট পুরস্কারও জিতেছেন খাওয়াজা।

ছেলেদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ডেভিড ওয়ার্নার। স্মিথের সমান ২৫ ভোট পেলেও টাইব্রেকারে এই পুরস্কার ওঠে তার হাতে। বর্ষসেরা নারী ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মুনি।

টি-টোয়েন্টিতে বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মার্কাস স্টয়নিস। আর এই সংস্করণের সেরা নারী ক্রিকেটার হয়েছেন তাহলিয়া ম্যাকগ্রা।

ছেলেদের সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার 'ব্র্যাডম্যান ইয়াং ক্রিকেটার' নির্বাচিত হয়েছেন পেসার ল্যান্স মরিস। ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন মাইকেল নেসার। বর্ষসেরা নারী ঘরোয়া ক্রিকেটার হয়েছেন অ্যানাবেল সাদারল্যান্ড। বেটি উইলসন তরুণ ক্রিকেটার হন কোর্টনি সিপেল। a

Comments

The Daily Star  | English

Submarine cable breakdown disrupts Bangladesh internet

It will take at least 2 to 3 days to resume the connection

1h ago