পিএসএলে কুমিল্লার হেলমেট পরে শাস্তি পেলেন নাসিম

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলে গেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। তখন যে হেলমেট পেয়েছিলেন, কদিন পর সেটা নিয়েই তিনি নেমে যান পিএসএলের ম্যাচে। এই ঘটনায় তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
গত বুধবার মুলতান সুলতান্সের বিপক্ষে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে ব্যাট করতে নামার সময় কুমিল্লার লোগোসহ হেলমেট ছিল নাসিমের মাথায়। এতে তৈরি হয় হাস্যরসের।
এই ঘটনায় শৃঙ্খলাভঙ্গ হওয়ায় নাসিমকে শাস্তি দিয়েছে পিসিবি৷ ওই ম্যাচে ঝলক দেখানো ইহসানুল্লাহর বলে বোল্ড হন তিনি।
সেদিন আগে ব্যাট করতে গিয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় কোয়েটা। ওই রান ১৩.৩ ওভারে পেরিয়ে যায় স্বাগতিক মুলতান।
সদ্যসমাপ্ত বিপিএলে কুমিল্লার হয়ে তিন ম্যাচ খেলেন নাসিম। তাতে তিনি ৬ উইকেট নিয়ে অবদান রাখেন দলের জয়ে।
Comments