বোর্ডার-গাভাস্কার ট্রফি

সিরিজের মাঝপথে দেশে ফিরছেন কামিন্স

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্বজনের অসুস্থতায় সোমবার দেশে ফিরে যাচ্ছেন তিনি। তবে তৃতীয় টেস্টের আগেই তার ফেরার আশা করছে দল
Pat Cummins

ভারত সফর একদমই ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। প্রথম দুই টেস্টেই তিন দিনে হেরে বিধ্বস্ত হতে হয়েছে তাদের। দলে আছে কিছু চোট সমস্যা। সেই সঙ্গে পরিবারের ঘনিষ্ঠ স্বজন অসুস্থ হওয়ায় দেশে ফিরতে হচ্ছে অধিনায়ক প্যাট কামিন্সকে।

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্বজনের অসুস্থতায় সোমবার দেশে ফিরে যাচ্ছেন তিনি। তবে তৃতীয় টেস্টের আগেই তার ফেরার আশা করছে দল,  'এই সপ্তাহের পর তিনি ভারতে ফিরে আসবেন। এবং তৃতীয় টেস্টের আগে ইন্দোরে দলের সঙ্গে যোগ দেবেন।'

ব্যক্তিগত গোপনীয়তার কারণে পরিবারের অসুস্থ ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। কামিন্সের হাতে অবশ্য বেশ কিছুটা সময় আছে। ইন্দোরে তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ১ মার্চ। দিল্লি টেস্টে তিনদিনে শেষ হয়ে যাওয়া মিলিয়েও বাড়তি সময় পাওয়া গেছে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, এই সময়ের মধ্যেও যদি কামিন্স কোন কারণে ফিরতে না পারেন তাহলে দলকে নেতৃত্ব দেবেন সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ।

নাগপুরে ইনিংস ব্যবধানে হারের পর দিল্লি টেস্টে ৬ উইকেটে হারে অজিরা। তৃতীয় দিনে তাদের দ্বিতীয় ইনিংসে নামে বিশাল ধস। স্রেফ ৫২ রান তুলতে শেষ ৯ উইকেট হারিয়ে ১১৩ রানে গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে এরমধ্যে সমালোচনায় মুখর দেশটির সাবেক ক্রিকেটাররা।

চোটের জন্য ভারত সফরের স্কোয়াডে থাকলেও খেলতে পারছেন না মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড আর ক্যামেরন গ্রিন। দিল্লি টেস্টে হেলমেটে বল লেগে ছিটকে যান ডেভিড ওয়ার্নার। তার কনকশন বদলি নামানো হয় ম্যাট রেনশোকে। ওই টেস্টে হাতেও চোট পান তিনি। মাথার চোট সারলেও হাতের চোটে সিরিজ থেকে ছিটকে পড়ার অবস্থায় তিনি।

Comments

The Daily Star  | English

Japanese atomic bomb survivor group Nihon Hidankyo wins Nobel Peace Prize

The Nobel Peace Prize was on Friday awarded to the Japanese anti-nuclear group Nihon Hidankyo, a grassroots movement of atomic bomb survivors from Hiroshima and Nagasaki

18m ago