পা মাটিতেই রাখছেন তৌহিদ হৃদয়

Towhid Hridoy

এবার বিপিএলের আগে তাকে নিয়ে সেরকম প্রত্যাশার জায়গা ছিল না তেমন কারো। কিন্তু বিপিএল বদলে দিয়েছে অনেকের ভাবনার জগত। তৌহিদ হৃদয় নিজেকে চিনিয়েছেন একদম ভিন্নভাবে। ব্যাটে ধারাবাহিকতার সঙ্গে, দেখিয়েছেন দুর্দান্ত আগ্রাসন, যা মূলত তাকে করেছে আলাদা। টি-টোয়েন্টি আসরে ঝলক দেখিয়ে ইংল্যান্ড সিরিজের ওয়ানডে দলে ডাক পড়েছে তার। দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপে জানালেন, শুধু বিপিএল নয় গত দুই বছর ধরে নানা জায়গায় রান করছিলেন তিনি। তবে অতি আত্মবিশ্বাস নয়, আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন জগতে পা মাটিতেই রাখতে চান তিনি।

বিপিএলে এবার ১৩ ম্যাচে ৩৬.৬৩ গড় আর ১৪০.৪১ স্ট্রাইকরেটে তৃতীয় সর্বোচ্চ ৪০৩ রান করেন হৃদয়। মূলত এই পারফরম্যান্সই তার ঠিকানা করে দেয় জাতীয় দলে। তবে এইচপি, বিসিবি একাদশ কিংবা 'এ' দলের হয়ে অন্য সংস্করণেও রান করছিলেন তিনি, নিজেই মনে করিয়ে দিলেন সেটা, 'অনেকেই হয়ত খেয়াল করেননি, আমি গত দুই বছর ধরেই বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে রান করছি। যুব বিশ্বকাপ জয়ের পর আমি হাই পারফরম্যান্স স্কোয়াডে খেলেছি, এ দলের হয়ে রান করেছি। হয়ত সেসব নজরে আসেনি। বিপিএলে আমি আমার ব্যাটিংয়ে কিছুটা অদল-বদল করেছি যেমন ব্যাকলিফট একটু বদল করেছি। এটা আমার কাজে দিয়েছে।'

'আমি এবার আত্মবিশ্বাসী। আমি বিপিএলে রান করেছি, জাতীয় দলের আশাটা তাই ছিল। কিন্তু ফোকাসটা রাখছি নিজের খেলার উপর। আমি পা মাটিতেই রাখতে চাই।'

জাতীয় দলে এলেও টপ অর্ডারে জায়গা পাওয়াটা কঠিন। ওয়ানডেতে কোন সুযোগ পেলেও তাকে হয়ত নামতে হবে নিচের দিকে। ডানহাতি এই ব্যাটার যেকোনো সুযোগই লুফে নিতে চান,  'দেখুন, আমি যে ধরণের খেলোয়াড় পরিস্থিতি বুঝে খেলতে পছন্দ করি। আমার শক্তির জায়গা হচ্ছে যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া। আমি সেই চ্যালেঞ্জ নিতে তৈরি। আমার কোচ ও অধিনায়ক পরিকল্পনা বানাবেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার প্রস্তুতিটা সেরে রাখব, কীভাবে ইংল্যান্ড বোলারদের সামলাতে পারি।'

প্রিন্ট সংস্করণে তৌহিদ হৃদয়ের পূর্ণাঙ্গ সাক্ষাতকার পড়ুন এই লিঙ্কে

Comments

The Daily Star  | English

Tariff math favours Bangladesh in shifting US trade landscape

The shift of the USA to reciprocal tariffs has shaken global trade. But for Bangladesh, it’s opened a rare window of opportunity

15h ago