ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ ২০২৩

সিরিজের আগে শক্তি বাড়াল ইংল্যান্ড

Will Jacks
উইল জ্যাকস, ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি দলে যোগ দেওয়ার কথা ছিল উইল জ্যাকসের। তবে তাকে আগেভাগেই উড়িয়ে এনে যুক্ত করা হয়েছে ওয়ানডে দলে। চোটের কারণে ছিটকে যাওয়া টম আবেলের ঘাটতি পূরণ করবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে নামার আগে তাই সফরকারীরা কিছুটা শক্তি বাড়িয়ে নিল বলা চলে।

বাংলাদেশ সফররত ইংল্যান্ড ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার ম্যাট সমারফোর্ড জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় নিউজিল্যান্ড থেকে বাংলাদেশে এসে ওয়ানডে দলে যুক্ত হয়েছেন জ্যাকস। চোটের কারণে আবেল ছিটকে যাওয়ায় ১৪ জন নিয়ে বাংলাদেশে এসেছিল ইংল্যান্ড, একদিন পর স্কোয়াড পেল পূর্ণতা।

ত বছর বিপিএলে বাংলাদেশে খেলে গেছেন জ্যাকস। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক অভিষেকের আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে খেলে আলো ছড়ান এই অলরাউন্ডার। পরে জাতীয় দলে সুযোগ পেয়ে খেলে ফেলেছেন দুই টেস্ট আর দুই টি-টোয়েন্টি।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে ইংল্যান্ড। শনিবার টেস্টের দ্বিতীয় দিন শেষে তারা আছে বেশ শক্ত অবস্থায়। ওই টেস্টের একাদশে না থাকায় জ্যাকসের এমনিতেই নিউজিল্যান্ডে আর কোন ব্যস্ততা ছিল না। টি-টোয়েন্টির আগে তাই ওয়ানডে স্কোয়াডেও তাকে যুক্ত করে নিয়েছে ইংলিশরা।

বাংলাদেশের মাঠে সাম্প্রতিক সময়ে খেলায় জ্যাকসের অভিজ্ঞতা অবশ্য বেশ কাজে লাগতে পারে ইংল্যান্ডের। এবার বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে কিছু ম্যাচ খেলে গেছেন দাবিদ মালানও। মিরপুরের মন্থর ও দুই রকম বাউন্সের উইকেটে তাদের কাছ থেকে বড় কিছু চাইবে জস বাটলারের দল।

১ মার্চ মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ-ইংল্যান্ড। ৩ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় ও ৬ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ওয়ানডে। ৯ মার্চ চট্টগ্রামেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজের শেষ দুই ম্যাচ ঢাকায়।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলি, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, দাবিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড ও উইল জ্যাকস।

Comments

The Daily Star  | English

Dengue: 5 dead, 159 hospitalised in 24 hours

With the deaths, the total number of dengue-related deaths this year has risen to 28

46m ago