ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের সর্বনিম্ন টিকিট ২০০ টাকায়

ফাইল ছবি: এএফপি

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ সিরিজের টিকিট পাওয়া যাবে আগামীকাল মঙ্গলবার থেকে। মাঠে বসে খেলা দেখতে হলে সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে সমর্থকদের। সর্বোচ্চ ১৫০০ টাকা।

সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের টিকিটের মূল্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত প্রথম দুই ওয়ানডের জন্য টিকিটের তথ্য প্রকাশ করেছে সংস্থাটি।

ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি- ১৫০০ টাকা। ৩০০ টাকা নর্থ/সাউথ স্ট্যান্ড গ্যালারীর টিকিট। ক্লাব হাউজের টিকেট মিলবে ৫০০ টাকায়। আর ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা।

আগামীকাল ম্যাচের টিকিট বিক্রি করা হলেও মিলবে ম্যাচের দিনও। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টার খোলা থাকবে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

আগামী বুধবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। একদিন বিরতি শেষে ৩ মার্চ দ্বিতীয় ম্যাচ। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

প্রথম দুই ওয়ানডের টিকিটের মূল্য-

গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড- ১০০০ টাকা

ক্লাব হাউজ- ৫০০ টাকা

নর্থ/সাউথ স্ট্যান্ড- ৩০০ টাকা

ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা

প্রাপ্তিস্থান-

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম (মিরপুর)

Comments

The Daily Star  | English

Healthcare reform begins, service yet to improve

The health administration initiated a series of reforms to improve medical care but struggled to implement them, say health experts

8h ago