পাকিস্তানকে প্রথমবার হারালো আফগানিস্তান

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারায় আফগানরা। শাদাব খানদের মাত্র ৯২ রানে আটকে আফগানিস্তান ম্যাচ জিতে নেয় ১৩ বল আগে।
Afghanistan Cricket Team
ছবি: আইসিসি

এর আগে একাধিকবার পাকিস্তানকে হারানোর অনেক কাছে গিয়েছিল আফগানিস্তান। কিন্তু বিশ্বকাপ ও এশিয়া কাপে শেষ পর্যন্ত তাদের পুড়তে হয় স্বপ্ন ভঙ্গের বেদনায়। অবশেষে প্রতিবেশী শক্তিশালী পাকিস্তানকে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ধরাশায়ী করার স্বাদ নিল রশিদ খানের দল।

শুক্রবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে হারায় আফগানরা। শাদাব খানদের মাত্র ৯২ রানে আটকে আফগানিস্তান ম্যাচ জিতে নেয় ১৩ বল আগে।

মূলত বোলাররাই সেরেছেন জেতার কাজ। তবে ছোট লক্ষ্য তাড়াতেই ইহসানউল্লাহ, ইমাদ ওয়াসিমদের তোপে পড়ে আফগানিস্তান। শেষ পর্যন্ত কার্যকর ব্যাটিংয়ে দলকে উদ্ধার করেন মোহাম্মদ নবি আর নাজিবুল্লাহ জাদরান।

দুই দলের সর্বশেষ দেখাতেও জিততে পারত আফগানিস্তান। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে জেতার একদম কাছে গিয়ে শেষ ওভারে নাসিম শাহর দুই ছক্কায় কপাল পড়েছিল তাদের।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে অবশ্য সেরা কয়েকজন তারকাকে খেলাচ্ছে না পাকিস্তান। নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ছাড়া ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। বলার মতো জুটি আসেনি একটিও। ছয়ে নামা ইমাদ ওয়াসিম করেন সর্বোচ্চ ১৮ রান। পিএসএল মাতানো সাইম আইয়ুব, তৈয়ব তাহির আর শাদাব দুই অঙ্কের রান পান। তবে দল পায়নি চ্যালেঞ্জ করার মতো পুঁজি।

পাকিস্তানকে ধসিয়ে ফজল হক ফারুকি ১৩ রানে নেন ২ উইকেট। নবি ১২ রানে পান ২ উইকেট। অধিনায়ক রশিদ ১৫ রান দিয়ে ধরেন ১ শিকার।

রান তাড়ায় দুই ওপেনার জুতসই শুরু পর ফিরে গেলে চাপে পড়েছিল আফগানরা। ২৭ রানে পড়ে গিয়েছিল ৩ উইকেট। পরে করিম জানাতও পঞ্চাশ রানের আগে ফিরে গেলে বেড়েছিল চাপ। তবে ৫৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে সব শঙ্কা উড়িয়ে দেন নবি-নাজিবুল্লাহ। কঠিন উইকেটে ৩৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন নবি। ২৩ বলে ১৭ করেন নাজিবুল্লাহ।  অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা হন নবি।

Comments

The Daily Star  | English

Beyond Dollar: Bangladesh to seek over 36b yuan in Chinese loans

Bangladesh is going to seek more than 36 billion yuan, equivalent to $5 billion, as soft loans from China to reduce pressure on its dollar reserves.

6h ago