আইপিএল খেলতে শনিবার দিল্লির বিমান ধরবেন মোস্তাফিজ

ক্রিকেটের বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসর শুরু হতে যাচ্ছে আজ শুক্রবার থেকেই। এবারের আসরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কেবল মোস্তাফিজুর রহমানই শুরু থেকে খেলতে পারছেন। এরজন্য আগামীকাল শনিবার সকালেই দিল্লির বিমান ধরছেন এ পেসার।

আজ থেকে আইপিএল শুরু হলেও মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের আসর শুরু হবে শনিবার থেকে। দিনের দ্বিতীয় ম্যাচে স্থানীয় সময় রাত ৮টায় লখনউ সুপার জায়ান্টের মুখোমুখি হবে দলটি। সে ম্যাচের একাদশের জন্য হয়তো বিবেচিত নাও হতে পারেন মোস্তাফিজ।

মূলত সাদা পোশাকে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য না হওয়ায় সবার আগে আইপিএলে যোগ দেওয়ার সুযোগ হয়েছে মোস্তাফিজের। শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলার জন্যই এ আসরে যোগ দিতে কিছুটা দেরি হচ্ছে তার।

এদিকে গুঞ্জন রয়েছে সাকিব আল হাসান আসরের শুরু থেকে খেলার জন্য এনওসি পেয়ে গেছেন। টেস্ট থেকে ছুটি ২ বা ৩ এপ্রিল কেকেআরে যোগ দিতে পারেন তিনি। এমনটা হলে প্রথম দুই ম্যাচ মিস করবেন টাইগার অলরাউন্ডার। তবে এখনও চূড়ান্ত কিছু যানা যায়নি। আইরিশদের বিপক্ষে টেস্টে অধিনায়ককে চায় টিম ম্যানেজমেন্ট।

আরেক তারকা লিটন কুমার দাসের বিষয়টি এখনও অনিশ্চিত। জানা গেছে টেস্ট ম্যাচে খেলতেই হচ্ছে তাকে। সাকিব আইপিএলে চলে গেলে টাইগারদের নেতৃত্বেও থাকার কথা তার। টেস্ট শেষ করে আইপিএলে খেলতে যাওয়ার কথা রয়েছে এ ওপেনারের।

আগের দিন বৃহস্পতিবার হয়ে গেছে অধিনায়কদের মিলনমেলা। আইপিএলে অংশ নেওয়া ১০টি দলের অধিনায়করা আসেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। তবে সেখানে ছিলেন না ছয় বারের চ্যাম্পিয়ন এবং মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

Comments

The Daily Star  | English

Elections entirely Bangladesh's internal matter: Shafiqul

'Wounds caused by crimes against humanity perpetrated by AL still fresh,' says CA's press secretary

45m ago