ব্যাট হাতে ব্যর্থ সাকিব, তবুও বড় পুঁজি মোহামেডানের

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন আগের দিনই। রাতে ফিরে সকালে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডানের হয়ে খেলতে নামেন সাকিব আল হাসান। অবশ্য সুবিধা করে উঠতে পারেননি। ফিরেছেন রান করেই। তবে সাকিব ব্যর্থ হলেও এদিন বড় পুঁজি গড়তে পেরেছে দেশের ঐতিহ্যবাহী দলটি।
এবারের আসরে এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি মোহামেডান। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই হেরেছে। অপরটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। তাই অবনমন এড়াতে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি। সে লক্ষ্যে এদিন সাভারের বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ২৯০ রান সংগ্রহ করেছে মোহামেডান। এবারের আসরে এর আগে তাদের সর্বোচ্চ পুঁজি ছিল ২৩৫ রান।
এদিন চার নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব। ৯ বল খেলে ৫ রান করে আউট হয়েছেন। ভারতীয় অফস্পিনার পারভেজ রসুলের বলে। তার বলে ফ্লিক করতে গিয়ে মিড উইকেটে তাওহিদ হৃদয়ের তালুবন্দি হন তিনি। সাকিবের মতো ব্যর্থ হয়েছেন রনি তালুকদার ও মেহেদী হাসান মিরাজও। আগের দিন এ দুই খেলোয়াড় চট্টগ্রামে ছিলেন জাতীয় দলের তাঁবুতে।
ইমরুল কায়েসের সঙ্গে ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩২ রান করেন রনি। ৭৯ রানের ওপেনিং জুটি গড়েন এ দুই ওপেনার। এ জুটি ভাঙেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ফেরান রনিকে। এরপর মাঠে নামেন মিরাজ। ব্যক্তিগত ৫ রানে তিনি আউট হন সাইফ হাসানের বলে।
তবে চতুর্থ উইকেটে অধিনায়ক ইমরুল ও মাহমুদউল্লাহ রিয়াদের ৭৩ রানের জুটিতে বড় পুঁজির ভিত পেয়ে যায় মোহামেডান। এরপর সেখানে ইমারত তৈরি করেন আরিফুল হক ও জ্যাক লিনটট। অষ্টম উইকেটে ৪৫ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন ইমরুল। ১০১ বলে ১০টি চার ও ২টি ছক্কায় এ রান করেন তিনি। ৫১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ রান আসে মাহমুদউল্লাহর ব্যাট থেকে। ৩১ বলে ৪টি ছক্কায় অপরাজিত ৩৯ রান করেন আরিফুল। লিনটট ১০ বলে ২টি করে চার ও ছক্কায় করেন অপরাজিত ২৪ রান।
Comments