মেয়ার্স ঝড় থামিয়ে জিতল ধোনিরা

ইনিংসের দ্বিতীয় ওভারে বেন স্টোকসকে মারলেন ২টি চার ও ১টি ছক্কা। পরের ওভারে দিপক চাহারকে মারলেন তিনটি বাউন্ডারি। এক প্রান্তে রীতিমতো ঝড় তুলেছিলেন কাইল মেয়ার্স। তাতে পাওয়ার প্লেতেই ৮০ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এরপর মঈন আলীর ঘূর্ণিতে দারুণভাবে ম্যাচে ফিরে আসে চেন্নাই সুপার কিংস। উল্টো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে দারুণ জয় তুলে নেয় এমএস ধোনি বাহিনী।

সোমবার চেন্নাইয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে লখনউর বিপক্ষে ১২ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রানের পুঁজি গড়ে তারা। জবাবে নিজেদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করতে সমর্থ হয় লোকেশ রাহুলের দল।

বিশাল লক্ষ্য তাড়ায় অধিনায়ক রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নেমে মেয়ার্সের দাপটে ভালো শুরু পেলেও মাঝে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লখনউ। দুই ওপেনার গড়েন ৭৯ রানের জুটি। মাত্র ২২ বলে ৫৩ রানের ইনিংস খেলে মঈন আলীর শিকার হন মেয়ার্স। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও এদিন লখনউর ব্যাটিং স্তম্ভ ভেঙে দেন এই ইংলিশ স্পিনারই। 

ওপেনিং জুটি ভাঙার পর ১৩ রানের ব্যবধানে আরেক ওপেনার রাহুলসহ দিপক হুডাকেও হারায় লখনউ। ক্রুনাল পান্ডিয়াও পারেননি দায়িত্ব নিতে। মার্কাস স্টইনিস ১৮ বলে করেন ২১ রান। তবে নিকোলাস পুরান উইকেটে নেমে দারুণ কিছু বাউন্ডারিতে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন। তাতে কেবল হারের ব্যবধান কমে। ১৮ বলে ২টি চার ও ৩টি ছক্কায় খেলেন ৩২ রানের ইনিংস। আইয়ুস বাদানি বাউন্ডারি না মারতে পারলেও ১৮ বলে করেন ২৩ রান।

চেন্নাইর পক্ষে ২৬ রানের খরচায় ৪টি উইকেট নেন মঈন। ২টি শিকার তুষার দেশপাণ্ডের।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে চেন্নাই। দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ের ওপেনিং জুটিতেই আসে ১১০ রান। পেয়ে যায় বড় পুঁজির ভিত। এরপর নিয়মিত উইকেট হারালেও সে ভিতে ইমারত গড়তে কোনো সমস্যা হয়নি তাদের। মিডল অর্ডার ব্যাটারদের ছোট ছোট ইনিংসে দুইশর কোটা পার করে দলটি।

রুতুরাজ নিজের ফিফটি তুলে নিলেও অল্পের জন্য পারেননি কনওয়ে। তিন রান আগে মার্ক উডের শিকার হয়েছেন তিনি। ২৯ বলে ৫টি চার ও ২টি ছক্কায় খেলেছেন ৪৭ রানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন রুতুরাজ। ৩১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

শিভাম দুবে, মঈন আলীরা ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী হওয়ার চেষ্টা করেছেন। যদিও ইনিংস লম্বা করতে পারেননি। ১৬ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ২৭ রান করেন দুবে। ১৩ বলে ৩টি চারে ১৯ রান করেন মঈন। আম্বাতি রাইডু শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় খেলেছেন ২৭ রানের ইনিংস। অধিনায়ক ধোনি ব্যাটিংয়ে নেমে প্রথম দুই বলেই মারেন ছক্কা। তৃতীয় বলে আরও একটি মারতে গিয়ে ধরা পড়েছেন সীমানায়।

লখনউর পক্ষে ২৮ রানের খরচায় ৩টি উইকেট নিয়েছেন রবি বিশ্নই। ৪৯ রানের বিনিময়ে ৩টি উইকেট পান মার্ক উডও।

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

8h ago