সাকিবের পরিবর্তে কলকাতায় জেসন রয়

জাতীয় দলের খেলা থাকায় আইপিএলে এবার পুরো মৌসুমে খেলতে পারবেন না সাকিব আল হাসান। দুই পক্ষের মধ্যে পারষ্পারিক সমঝোতায় তাই আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এ অলরাউন্ডার। তার জায়গায় ইংলিশ ওপেনার জেসন রয়কে দলভুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেসন রয়কে দলে টানার কথা নিশ্চিত করেছে কলকাতা। তবে ঠিক কবে নাগাদ তিনি কলকাতার তাঁবুতে যোগ দিবেন তা নিশ্চিত করেনি ক্লাবটি। তার সঙ্গে এ মৌসুমের জন্য দেড় কোটি ভারতীয় রুপিতে চুক্তি করেছে নাইট রাইডার্স কর্তৃপক্ষ। গত নিলামে সাকিবকে তারা কিনেছিল এক কোটি রুপিতে।
সাকিবের সঙ্গে এবার আইপিএল থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তবে পিঠের চোটের কারণে এ মৌসুমে আর খেলতে পারবেন না এ ব্যাটার। মূলত এ কারণেই সাকিব স্পিন অলরাউন্ডার হলেও ব্যাটিংয়ের শক্তি বাড়িয়েছে কলকাতা।
তবে বিকল্প হিসেবে কলকাতা একজন ওপেনারকে নেওয়ায় কিছুটা হলেও শঙ্কায় পড়েছেন দলের আরেক বাংলাদেশি তারকা লিটন দাস। তিনিও এবার খেলবেন কলকাতায়। তবে দুই জনের পজিশন এক হওয়ায় একাদশে জায়গা পাওয়া কিছুটা হলেও কঠিন হয়ে গেল লিটনের জন্য। মাস খানেক আগেই পিএসএলে ৬৩ বলে ১৪৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছিলেন এ ইংলিশ ওপেনার।
এর আগে ২০১৭ এবং ২০১৮ মৌসুমে কলকাতায় খেলেছিলেন জেসন। সবশেষ ২০২১ মৌসুমে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সে মৌসুমে পাঁচটি ম্যাচ খেলে একটি অর্ধশতক সহ ১৫০ রান করেছিলেন এ ইংলিশ ওপেনার। ৩২ বছর বয়সী এ তারকা ইংল্যান্ডের হয়ে ৬৪টি-টোয়েন্টি খেলে চার ফিফটিতে ১৩৭.৬১ স্ট্রাইক রেটে করেছেন ১৫২২ রান।
Comments