টাইগারদের সহকারী কোচ নিক পোথাস

কোচিংয়ে এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞাত রয়েছে পোথাসের। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮-২০১৯ পর্যন্ত। কাজ করেছেন শ্রীলঙ্কা দলেও। ২০১৭-২০১৮ সাল পর্যন্ত লঙ্কানদের প্রধান কোচ ছিলেন তিনি।

বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার নিক পোথাস। ৪৯ বছর বয়সী এই কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

আয়ারল্যান্ডের বিপক্ষে আগামী মাসে নতুন দায়িত্ব শুরু করার জন্য দলে যোগ দেবেন পোথাস। যুক্তরাজ্যে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সব ম্যাচই হবে নিরপেক্ষ ভেন্যুতে।

বাংলাদেশের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বসিত পোথাস, 'আমি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পেরে সম্মানিত। বাংলাদেশে প্রতিভার গভীরতা ও বিন্যাস ব্যতিক্রমী এবং আমি বিশ্বাস করি আমাদের সামনে কিছু রোমাঞ্চকর সময় রয়েছে।'

কোচিংয়ে এক দশকেরও বেশি সময়ের অভিজ্ঞাত রয়েছে পোথাসের। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন ২০১৮-২০১৯ পর্যন্ত। কাজ করেছেন শ্রীলঙ্কা দলেও। ২০১৭-২০১৮ সাল পর্যন্ত লঙ্কানদের প্রধান কোচ ছিলেন তিনি।

এছাড়া ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচের ভূমিকাও পালন করেছিলেন। শ্রীলঙ্কার প্রধান ফিল্ডিং কোচও ছিলেন পোথাস। বাংলাদেশে যোগ দেওয়ার আগে হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটকিপিং কোচ ছিলেন তিনি।

খেলোয়াড়ি জীবনে দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন পোথাস। প্রথম শ্রেণির ক্রিকেট ও লিস্ট 'এ' মিলে ১৬ হাজারেরও বেশি রান করেছেন এ ডানহাতি ব্যাটার।

Comments

The Daily Star  | English

Going abroad to study or work: Verifying documents to get easier

A Cabinet meeting today approved the proposal for Bangladesh to adopt the Apostille Convention, 1961 which facilitates the use of public documents abroad

22m ago