'ধোনির বিরুদ্ধে কোনো পরিকল্পনাই কাজ করে না'

ম্যাচটা হাতের মুঠোতেই ছিল রাজস্থান রয়্যালসের। কিন্তু শেষ দিকে এমএস ধোনির ঝড়ো ব্যাটিংয়ে প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছিল। আর একটি বড় শটেই সব বদলে যেতে পারতো। শেষটা অবশ্য দারুণভাবে সামলাতে পেরেছে তারা। তবে ধোনিকে আটকাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের।

শেষ তিন ওভারে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ছিল ৫৪ রান। রবীন্দ্র জাদেজাকে নিয়ে সেই সমীকরণ প্রায় মিলিয়ে ফেলেছিলেন। শেষ ওভারেই যখন ২০ রান দরকার ছিল তখন দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মেরে জয়ের সুবাস পাচ্ছিল তারা। কিন্তু পরের তিন বলে কেবল তিন রান তুলতে পেরেছে দলটি।

তবে ম্যাচের পরিস্থিতি এমনটা হওয়ার কথাই ছিল না। আট নম্বরে নামা ধোনির ১৭ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংসেই বদলে দেয় সবকিছু। তাকে দারুণ সহায়তা করেছিলেন জাদেজাও। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ২৫ রান।

ম্যাচ শেষে তাই ধোনির উচ্ছ্বসিত প্রশংসা করে রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসন বললেন, শেষ দুই ওভার খুবই উত্তেজনাপূর্ণ ছিল। আমি ম্যাচকে গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ধোনি যখন ক্রিজে থাকেন, তখন আপনি মোটেও নিরাপদ নন। আপনাকে তাকে সম্মান করতে হবে। এটা ঘটবে এবং আমরা সকলেই জানি সে কী করতে পারে। তার (ধোনি) বিরুদ্ধে কিছুই কাজ করে না।'

তবে নিজেদের কিছুটা সৌভাগ্যবানই বলতে পারেন সাঞ্জুরা। কারণ শেষ তিন বলে যে কোনো একটি বলে ব্যাটে জুতসই সংযোগ হলে পাশা বদলে যেতে পারতো। তবে স্নায়ুকে নিয়ন্ত্রণ রাখতে পারায় বোলারদেরও কৃতিত্ব দেন রাজস্থান অধিনায়ক, 'খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হবে। বোলাররা শেষ পর্যন্ত নিজেদের শান্ত রাখতে পেরেছে এবং দুর্দান্ত বোলিং করেছে। আমরা কিছু দুর্দান্ত ক্যাচও নিয়েছি।'

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

8h ago