সৌরভকে শাস্ত্রীর খোঁচা

একেই বুঝি বলে মোক্ষম সময়ের অপেক্ষা। সৌরভ গাঙ্গুলির সঙ্গে যে রবি শাস্ত্রীর সম্পর্ক ভালো না তা বলার অপেক্ষা রাখে না। সৌরভ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি থাকার সময় প্রধান কোচের পদ থেকে সরে যেতে হয়েছিল শাস্ত্রীকে। শাস্ত্রীও হয়ত সৌরভকে ঘায়েল করার পথ খুঁজছিলেন। আইপিএলে দিল্লি ক্যাপিটালস ক্রিকেট পরিচালক হয়ে এবার সৌরভ পড়েছেন ভীষণ চাপে। টানা হারে গর্তে পড়ে যাওয়া সৌরভকে তাই খোঁচা দিতে দেরি করলেন না শাস্ত্রী।

ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, পৃথ্বী শ, আনরিক নরকিয়া, মোস্তাফিজুর রহমানদের নিয়ে দিল্লির স্কোয়াড বেশ জুতসই। কিন্তু মাঠের পারফরম্যান্স পুরো উল্টো। প্রথম পাঁচ ম্যাচের সবগুলো হেরে বসেছে তারা। হারের ধরনও বেশ প্রশ্নবিদ্ধ।

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ২৩ রানে হারার পর সুযোগটা নিলেন শাস্ত্রী। কোচের পদের আগে ধারাভাষ্যকার ছিলেন শাস্ত্রী, কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ফের ধারাভাষ্যকক্ষে ফিরে যান তিনি। সৌরভকেও ডাগআউট ছেড়ে দেওয়ার পরামর্শ দেন সাবেক তারকা, 'লড়াই করে হারা এক ব্যাপার আর প্রতিপক্ষের কাছে উড়ে যাওয়া আরেক ব্যাপার। সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির দলের হারগুলো যেন স্রেফ হার নয়, রীতিমতো বিধ্বস্ত হওয়া। তার উচিত ডাগআউট ছেড়ে উপরে (ধারাভাষ্যকক্ষে) উঠে আসা। অবশ্য এটা নিয়ে ভাবতে পারেন।'

সৌরভের মতো শূলে চড়ানো হচ্ছে দিল্লির প্রধান কোচ রিকি পন্টিংকেও। দলের সঙ্গে আছেন শেন ওয়াটসন, অজিত আগারকাররা। বীরেন্দ্রর শেবাগ কদিন আগে প্রশ্ন তুলেছেন এত নামিদামি স্টাফ রেখে লাভটা কি হচ্ছে আসলে? দিল্লি কেন টান হারছে এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে পন্টি-ওয়ার্নারকে নিয়ে রসিকতা করতেও ছাড়েননি শাস্ত্রী, 'আসলে তাদের কোচ পন্টিং আর ওয়ার্নারের হারার অভ্যাস নেই। এখন হারতে থাকায় জেতার পথ পাচ্ছে না।'

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago