কেকেআর, দিল্লির খেলা থাকলে একাদশে চোখ রাখেন বিসিবি প্রধান

আইপিএলে এবার তিনজন বাংলাদেশির খেলার কথা ছিল। তবে সাকিব আল হাসান নাম সরিয়ে নেওয়ায় আছেন দুজন। সেই দুজনের দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের খেলা থাকলে দল দুটির একাদশের দিকে নজর রাখেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন
Nazmul Hasan Papon
ছবি: ফিরোজ আহমেদ/স্টার

আইপিএলে এবার তিনজন বাংলাদেশির খেলার কথা ছিল। তবে সাকিব আল হাসান নাম সরিয়ে নেওয়ায় আছেন দুজন। সেই দুজনের দল কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের খেলা থাকলে দল দুটির একাদশের দিকে নজর রাখেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বেশিরভাগ সময়ই অবশ্য আশাহত হতে হয় তাকে।

কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে আছেন লিটন দাস। প্রথম তিন ম্যাচ পর দলে যোগ দিয়ে এখনো ম্যাচ পাননি তিনি। দুটি ম্যাচে দলের ডাগ আউটে বসে ম্যাচ দেখেছেন। আইপিএল শুরুর আগে ভাড়া করা বিমানে দলে যোগ দিয়ে প্রথম তিন ম্যাচ বসে ছিলেন মোস্তাফিজুর রহমান। চতুর্থ ম্যাচ থেকে একাদশে জায়গা মিলে তার।  তবে দুই ম্যাচ খেলে মোস্তাফিজের পারফরম্যান্স যথেষ্ঠ হতাশাজনক। দুদিনই ছিলেন ভীষণ খরুচে।

সোমবার বিসিবির কর্মচারীদের মধ্যে খাবার বিতরণ করতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসেন বোর্ড প্রধান। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে জানান তার আইপিএল দেখার কথা,  'আসলে আইপিএলের খেলা খুব একটা দেখা হচ্ছে না। আমি দেখি না যে, তা নয়। কেকেআরের খেলা থাকলে দেখি স্কোয়াডে (আমাদের) কেউ আছে কি না। দিল্লির খেলা থাকলেও দেখি যদি স্কোয়াডে কেউ আছে, তাহলে দেখি। কারণ এখানে টাইমিংটা তারাবির সাথে ক্ল্যাশ করে যায়। তাই আগে দেখি কেউ আছে কি না। তাহলে দেখি।'

মোস্তাফিজ সুযোগ পেলেও লিটন এখনো অপেক্ষায়। বিসিবি সভাপতি জানান, ম্যাচ খেলার খুব একটা সুযোগ মিলবে জেনেই আইপিএলে যান বাংলাদেশের ক্রিকেটাররা,  'এটা (খেলাবে না) জানে সবাই। ওরাও জানে। এটা কি অজানা কিছু নাকি। এটা যারা গেছে তারাও জানে।'

কলকাতা নাইট রাইডার্স ওপেনিংয়ে শুরু থেকে খেলাচ্ছে আফগান ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজকে। এক ম্যাচে ফিফটি করলেও গত তিন ম্যাচ ধরে রানে নেই তিনি। ওপেনিংয়েও ভালো শুরু পাচ্ছে না দলটি। সেদিক থেকে পরের ম্যাচে লিটনের একাদশে আসার ভালোই সম্ভাবনা তৈরি হয়েছে।

Comments

The Daily Star  | English
Chief Adviser Muhammad Yunus

Chief Adviser Yunus's UNGA trip a critical turning point

Now is the best chance for Bangladesh to strengthen international cooperation.

11h ago