আবারও উইজডেনের বর্ষসেরা স্টোকস, টি-টোয়েন্টির সেরা সূর্যকুমার 

Ben Stokes

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতির পর আবারও উইজেডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এই নিয়ে গত চার বছরে তিনবার এই পুরস্কার পেলেন তিনি। ২০২২ সালে কুড়ি ওভারে অসাধারণ বছর কাটানো ভারতের সূর্যকুমার যাদব হয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার। 

সোমবার ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালামনাক বর্ষসেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে। দ্বিতীয়বারের মতো উইজডেনের বর্ষসেরা নারী ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ান বেথ মুনি।

গত বছর জুড়ে ইংল্যান্ডের হয়ে ১৫ টেস্ট খেলেন স্টোকস। ব্যাট হাতে ৩৬.২৫ গড় ও ৭১.৫৪ স্ট্রাইক রেটে করেন ৮৭০ রান। যা সব মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ। তার ব্যাট থেকে আসে দুই সেঞ্চুরি আর চার ফিফটি। বোলিংয়ে ৩১.১৯ গড়ে এই ডানহাতি নেন ২৬ উইকেট।

অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি তার নেতৃত্ব ছিল নজরকাড়া। নতুন ঘরানার আগ্রাসী টেস্ট ক্রিকেট খেলে সারা দুনিয়ায় আলোড়ন তৈরি করে ইংল্যান্ড দল। 

surya kumar jadhav

২০২২ সাল স্বপ্নের মতন কেটেছে সূর্যকুমার যাদবের। টি-টোয়েন্টিতে নিজেকে অন্য স্তরে নিয়ে যান তিনি। ৩১ ম্যাচ খেলে ৪৬.৫৬ গড় আর ১৮৭.৪৩ স্ট্রাইকরেটে ১১৬৪ রান করেন তিনি। তার ব্যাট থেকে বছর জুড়ে আসে ৬৮ ছক্কা। যা এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। 

এছাড়া  'উইজডেন ট্রফি উইনার' অ্যাওয়ার্ড পেয়েছেন জনি বেয়ারস্টো। ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে জোড়া সেঞ্চুরি করে ম্যাচ জেতানোয় এই স্বীকৃতি পান তিনি। এই পুরস্কারটি এবারই চালু করেছে উইজডেন। 
 

Comments

The Daily Star  | English

BNP won’t tolerate extortionists, land grabbers: Rizvi

Attempts are being made to create chaos in the society in the name of "mob culture", says the BNP leader

38m ago