অভিষেকে বিবর্ণ লিটন

আইপিএল ক্যারিয়ারের প্রথম বলটা হাফভলি পেলেন লিটন কুমার দাস। ইশান্ত শর্মার এমন ডেলিভারির প্রাপ্য সাজা ঠিকই দিয়ে দিলেন তিনি। অসাধারণ এক কভার ড্রাইভে সীমানা পার। কিন্তু পরের ওভারে বাজে বলে আউট হন এই বাংলাদেশি ব্যাটার। এক বাউন্ডারিতেই শেষ তার ইনিংস।
বৃহস্পতিবার দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ক্যারিয়ারের অভিষেক ম্যাচে কলকাতার ইনিংসের গোড়াপত্তন ইংলিশ তারকা জেসন রয়কে নিয়ে শুরু করেন লিটন। কিন্তু শুরুটা বিবর্ণই হলো তার।
মূলত মুকেশ কুমারের অফ স্টাম্পের বাইরে রাখা শর্ট বল লেগে টানতে গিয়ে ক্যাচ তুলে দেন লিটন। ফলে ৪ বলে ৪ রানের শেষ হয় তার আইপিএল অভিষেক ম্যাচের ইনিংস। তবে তার ওপেনিং পার্টনার জেসন রয় ঠিকই সুযোগ কাজে লাগিয়েছেন। খেলেছেন ৪৩ রানের ইনিংস।
ওপেনিংয়ে এবার ধারবাহিকভাবেই ব্যর্থ হচ্ছে কলকাতার ওপেনাররা। যে কারণে রহমানুল্লাহ গুরবাজের জায়গায় সুযোগ পেয়েছিলেন লিটন। আগের ৫ ম্যাচে ২০.৪০ গড় এবং ১১৭.২৪ স্ট্রাইকরেটে ১০২ রান করেছিলেন এ আফগান। তার ছন্দহীনতার কারণে সুযোগ পাওয়া লিটনও রইলেন ব্যর্থতার বৃত্তেই।
Comments