বাংলাদেশের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ সিরিজে পুরো শক্তির আয়ারল্যান্ড দল

jos little

আইপিএলের জন্য বাংলাদেশ সফরে আসেননি পেসার জস লিটল। তবে এই বাঁহাতি বাংলাদেশের বিপক্ষে তাদের মহাগুরুত্বপূর্ণ 'হোম সিরিজে' থাকছেন। আছেন আরেক পেসার ক্রেইগ ইয়াংও। বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্নে সেরা চেষ্টা চালাতে চায় আয়ারল্যান্ড।

মে মাসে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে আয়ারল্যান্ড। ওয়ানডে সুপার লিগের এই সিরিজে আছে আইরিশদের বিশ্বকাপে যাওয়ার হিসেব নিকেশ। বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে এবং রানরেট ভালো রাখলে দক্ষিণ আফ্রিকাকে টপকে বিশ্বকাপে যাবে তারা। আর তা না হলে খেলতে হবে বাছাইপর্ব।

সিরিজটির আয়োজক আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নিজ দেশে আয়োজন না করে খেলা ফেলেছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। এই মৌসুমে আয়ারল্যান্ডে বৃষ্টির একটা শঙ্কা থাকে। তা থেকেই এমন সিদ্ধান্ত তাদের।

বাংলাদেশে গত মাসে খেলে যাওয়া সবশেষ সিরিজ থেকে খুব একটা বদল নেই। লিটল ও ক্রেইগের দলে ঢোকায় বাদ পড়েছেন টম মায়েস, ম্যাথু হামফ্রেজ ও বেন হোয়াইট। ১৫ জনের বদলে এবার তারা দিয়েছে ১৪ জনের স্কোয়াড।

চেমসফোর্ডে ৯ মে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ। ১২ ও ১৪ মে হবে সিরিজের বাকি দুই ম্যাচ। আয়ারল্যান্ডের জন্য বিশ্বকাপ সমীকরণের হিসেব নিকেশ থাকলেও বাংলাদেশের তা নিয়ে। অনেক আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা তামিম ইকবালের দলের জন্য বড় মঞ্চের প্রস্তুতির মিশন।

সিরিজ খেলতে ২ মে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল। ৫ মে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ।

আয়ারল্যান্ড ওয়ানডে দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার, ক্রেইগ ইয়াং।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

44m ago