আইপিএল

এক ম্যাচ খেলেই কলকাতার একাদশে জায়গা হারালেন লিটন

Litton Das

আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হয়েছিল লিটন দাসের। সেই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পর কিপিংয়েও ভুল করেন বাংলাদেশের তারকা। ওই এক ম্যাচ দেখেই তাকে একাদশ থেকে বাদ দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

রোববার ইডেন গার্ডেনে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস হেরে বোলিং নিয়েছে কলকাতা। টানা তিন হারের পর এদিনও একাদশে দুটি বদল এনেছে দলটি। লিটনকে বাদ দিয়ে নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ভিজেকে খেলাচ্ছে কলকাতা। এছাড়া মানদিপ সিংয়ের বদলে একাদশে ফিরেছেন নারায়ন জাগডেশন।

গত বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে অভিষেক হয় লিটনের। ওপেন করতে নেমে প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন তিনি। তবে লম্বা করতে পারেননি ইনিংস। ৪ বলে ৪ রান করে মুকেশ কুমারের বলে পুল করতে গিয়ে ক্যাচ উঠিয়ে বিদায় নেন লিটন।

পরে কিপিং গ্লাভস হাতে গুরুত্বপূর্ণ ফেইজে দুটি ভুল করে বসেন বাংলাদেশের তারকা। স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করায় সমালোচনায় পড়েন তিনি। তবে কেবল এক ম্যাচ দিয়েই বিচার করাও কিছুটা প্রশ্নের জন্ম দিবে। 

এবার ৫০ লাখ রুপিতে নিলাম থেকে লিটনকে দলে নেয় কলকাতা। দলের প্রথম তিন ম্যাচ পর আইপিএলে যোগ দেন তিনি। দুই ম্যাচ বাইরে বসে থাকার পর তৃতীয় ম্যাচ থেকে সুযোগ মেলে তার। এক সুযোগ কাজে লাগাতে না পেরেই বাদ পড়লেন । আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় টুর্নামেন্টের শেষ দিকেই তিন ম্যাচ থাকতে পারবেন না লিটন। 

কলকাতা নাইট রাইডার্স একাদশ: নারায়ন জাগডেশন, জেসন রয়, নিতিশ রানা, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনিল নারাইন, ডেভিড ভিজে, কুলয়ান্ত খেজরুলিয়া, উমেশ যাদব, বরুন চক্রবর্তী। 

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

5m ago