শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দিনটা আইরিশদের

প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করেছিল আয়ারল্যান্ড। নিজেদের সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়েই আইরিশদের হারিয়েছিল লঙ্কানরা। তবে দ্বিতীয় টেস্টেই দারুণ লড়াই করছে দলটি। প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে তারা।
সোমবার গল আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ৩১৯ রান করেছে আয়ারল্যান্ড। মূলত অধিনায়ক অ্যান্ডি বালবার্নি, লরকান টাকার ও পল স্টার্লিংয়ের ব্যাটে লড়াই করছে তারা।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে আয়ারল্যান্ড। তবে শুরুটা ভালো করতে পারেনি তারা। দলীয় ১২ রানেই ভাঙে তাদের ওপেনিং জুটি। পিটার মুরকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন আসিথা ফার্নান্ডো। এরপরই মাঠে নামেন বালবার্নি। জেমস ম্যাককালামের সঙ্গে ৩১ রানের জুটি গড়েন তিনি।
ম্যাককালামকে ফিরিয়ে এ জুটি ভাঙেন প্রথম ম্যাচ জয়ের নায়ক প্রবথ জয়সুরিয়া। এরপর হ্যারি ট্যাক্টরের সঙ্গে দলের হাল ধরেন বালবার্নি। ৫৫ রানের আরও একটি গড়েন তারা। এরপর টাক্টরের বিদায় নিলে পল স্টার্লিংয়ে সঙ্গে জুটি বাঁধেন অধিনায়ক। তবে দুর্ভাগ্যজনকভাবে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন স্টার্লিং। এর আগে গড়েন ১১৫ রানের জুটি। ১৩৩ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৪ রান আসে স্টার্লিংয়ের ব্যাট থেকে।
আর ৫ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন বালবার্নি। রমেশ মেন্ডিসের বলে প্যাডল সুইপ করতে গিয়ে স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১৬৩ রানে ৯৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক। ১৪টি চারের সাহায্যে এ রান করেন তিনি।
তবে সেঞ্চুরির আশা বাঁচিয়ে টিকে আছেন টাকার। ১০২ বলে ১০টি চারের সাহায্যে ৭৮ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে উইকেটে আছেন কার্টিস ক্যাম্ফার। ৬৪ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৭ রানে অপরাজিত আছেন তিনি।
শ্রীলঙ্কার পক্ষে ৯৫ রানের খরচায় ২টি উইকেট নেন জয়সুরিয়া। ১টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্ডো ও মেন্ডিস।
Comments