মে মাসে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে পুরো সিরিজ সিলেটে

গত বছরের অগাস্ট ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুটি আনঅফিসিয়াল টেস্ট ও তিনটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ 'এ' দল। ফিরতে সফরে আসছে মে মাসে তিনটি আনঅফিসিল টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ক্যারিবিয়ানরা। পুরো সিরিজটি হবে সিলেটে।
আগামী ১১ মে তিনটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দল। ১৬ মে প্রথম আনঅফিসিয়াল টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গ্রাউন্ডে। ২৩ মে থেকে দ্বিতীয় ম্যাচ হবে দুই নম্বর গ্রাউন্ডে। ৩০ মে থেকে শেষ ম্যাচ শুরু হবে আবার মূল মাঠেই।
এই সিরিজে টেস্ট দলের বেশ কয়েকজন তারকার খেলার সম্ভাবনা আছে। জুন মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে মাহমুদুল হাসান জয়, জাকির হাসানদের প্রস্তুত হওয়ার সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে সিরিজে।
Comments