আইরিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে শ্রীলঙ্কার 'সেঞ্চুরি'

প্রথম ইনিংসে কি দারুণ ব্যাটিং করেছিল আয়ারল্যান্ড। কিন্তু দ্বিতীয় ইনিংসে দেখা গেল উল্টো চিত্র। হ্যারি টেক্টর ছাড়া লড়তে পারলেন না কেউই। তাতে কোনো মতে দুইশ পার করতে পারলেও ইনিংস হার এড়াতে পারেনি তারা। তাতে আরও একটি বড় জয় পেল শ্রীলঙ্কা। একই সঙ্গে নিজেদের শততম টেস্ট জিতে নিল দলটি।
শুক্রবার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংস ও ১০ রানে জিতেছে শ্রীলঙ্কা। অথচ প্রথম ইনিংসে ৪৯২ রান করেছিলেন আইরিশরা। কিন্তু দ্বিতীয় ইনিংসে কেবল ২০২ রান করতে পারে তারা। শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটে ৭০৪ রান তুলে ইনিংস ঘোষণা করে।
এক ইনিংসে সাড়ে চারশর বেশি রান করে চতুর্থ দল হিসেবে হারল আয়ারল্যান্ড। বাকি তিন দল- ইংল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম টেস্টেও ইনিংস ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।
এদিকে টেস্ট ক্রিকেটে ৩১১ ম্যাচে এসে শততম জয় পেল লঙ্কানরা। এর আগে ১১৯টি ম্যাচে হেরেছে তারা, ড্র করেছে ৯২টি টেস্টে।
সকালে আগের দিনের ২ উইকেটে ৫৪ রান নিয়ে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। তবে স্কোরবোর্ডে ৬ রান যোগ হতেই প্রবথ জয়সুরিয়ার বলে আউট হন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পল স্টার্লিং। দলীয় ৭৮ রানে ফিরে যান লরকান টাকারও। আর দলীয় ১০৩ রানে কার্টিস ক্যম্ফার ফিরে গেলে বিপদেই পড়ে যায় তারা।
এরপর অধিনায়ক অ্যান্ডি বালবার্নির সঙ্গে ৪০ রানের জুটি গড়েছিলেন টেক্টর। হাফসেঞ্চুরি থেকে ৪ রান দূরে থাকতে রমেশ মেন্ডিসের বলে আউট হন আইরিশ অধিনায়ক। তবে এক প্রান্ত আগলে এগিয়ে যেতে থাকেন টেক্টর। ইনিংস পরাজয় এড়ানোর স্বপ্ন দেখিয়েছিলেন তিনি। দলীয় ২০২ রানে আসিথা ফার্নান্ডোর বলে বোল্ড হয়ে গেলে ভাঙে টেক্টরের প্রতিরোধ। তার বিদায়ের পরের বলে বেন হোয়াইট বোল্ড হয়ে গেলে ইনিংস ব্যবধানেই হারতে হয় তাদের।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেন হ্যারি টেক্টর। ১৮৯ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। ১০১ বলে ৪৬ রান করেন অধিনায়ক বালবার্নি। শ্রীলঙ্কার পক্ষে ৬৪ রানের খরচায় ৫টি উইকেট পান রমেশ মেন্ডিস। এছাড়া আসিথা ফার্নান্ডো ৩টি ও জয়সুরিয়া ২টি উইকেট পান।
Comments