বিস্ফোরক ইনিংসের পর চোটে অস্বস্তি স্টয়নিসের

বিস্ফোরক ইনিংস খেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টকে চূড়ায় নিয়ে যেতে বড় ভূমিকা রেখেছিলেন মার্কাস স্টয়নিস। ব্যাটিংয়ে তাদের দাপটে দলও পেয়েছে বড় জয়। তবে দারুণ দিনেও একটু অস্বস্তির কাঁটা থেকে গেল স্টয়নিসের। বল করতে গিয়ে আঙুলে চোট পেয়ে আগেভাগেই মাঠ ছাড়তে হয় তাকে।
শুক্রবার রাতে মোহালিতে হয়েছে রান উৎসব। দুই দল মিলিয়ে রান উঠেছে ৪৫৮। কাইল মেয়ার্স, স্টয়নিস, আয়ুস বাদুনি, নিকোলাস পুরানদের ঝাঁজে ২৫৭ রান করে ফেলে লক্ষ্ণৌ। জবাবে ২০১ পর্যন্ত যেতে পারে পাঞ্জাব।
এদিন পাঁচে নেমে ৪০ বলে ৬ চার, ৫ ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেন স্টয়নিস। পরে বল হাতে শুরুতেই আসেন তিনি। দারুণ বল করে শেখর ধাওয়ানকে তুলে নেন তিনি।
তৃতীয় ওভারে ফিরে প্রথম ৪ বলে দেন ১৮ রান। পঞ্চম বলটি করতে এসে আর্থাভা টাইডের শট ঠেকাতে গিয়ে আঙুলে চোট পেয়ে যান তিনি। মাঠেই ফিজিও এসে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর তাকে নিয়ে বাইরে চলে যান। অসমাপ্ত রয়ে যায় স্টয়নিসের বোলিং।
টুর্নামেন্টে দ্বিতীয় ম্যাচ সেরার পুরস্কার নিতে অবশ্য স্টয়নিস জানান, আপাতত ঠিকঠাক আছেন তিনি, 'ঠিক ঠাক আছে সব। ভালোর দিকে। পরে স্ক্যান করে দেখব।'
টুর্নামেন্টে এবার বিভিন্ন ভূমিকায় দেখা গেছে স্টয়নিসকে। দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে ব্যাটিং ও বিভিন্ন ফেইজে বোলিং উপভোগ করছেন তিনি, 'আমি নিচের দিকে ব্যাট করার দায়িত্ব বেশ উপভোগ করেছিল। বিভিন্ন পজিশনে ব্যাটিং, প্রথম ওভারে বোলিং। দলের প্রয়োজন মেটাতে পেরে আমি খুশি।'
Comments