বাংলাদেশের কিশোরদের মুম্বাই জয়

Bangladesh Under-16 Cricket Team
ছবি: বিসিবি

প্রথম ইনিংসেই ভিতটা গড়ে ফেলেছিল বাংলাদেশের কিশোররা। প্রথম দুদিনের দাপট তারা বজায় রাখতে পেরেছে তৃতীয় ও শেষ দিনেও। বাংলাদেশের স্কুল ক্রিকেটারদের নিয়া গড়া দল স্বাগতিক মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে হারালো ইনিংস ও ১৭৪ রানের বিশাল ব্যবধানে।

রোববার দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৪ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা মুম্বাইর দলটি টিকতে পারে ৩৭.৪ ওভার, গুটিয়ে যায় স্রেফ ৮২ রানে। অফ স্পিনের ঝলকে ৩৫ রানে ৪ উইকেট নিয়ে বড় ভূমিকা রাখেন শেখ ইমতিয়াজ।

এর আগে জেতার পথ করে দেন সামিউন বশির রাতুল আর দেবাশীষ সরকার দেবা। এই দুজনের সেঞ্চুরিতে মুম্বাইর ১৯০ রানের জবাবে ৪৪৬ রান করে বাংলাদেশের কিশোর দল। ২৫৬ রানের লিড নেওয়ার পর প্রতিপক্ষকে একদম দাঁড়াতে দেয়নি বাংলাদেশের আগামীর তারকারা।

Comments