টাইগারদের ব্যাটিং কোচ থাকছেন না জেমি সিডন্স

Shakib Al Hasan & Jamie Siddons
অনুশীলনে সাকিব আল হাসান ও জেমি সিডন্স। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে আর থাকছেন না ব্যাটিং কোচ জেমি সিডন্স। জাতীয় দলে না থাকলেও থাকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অধীনেই। 'এ' দল ও বাংলাদেশ ‌‌টাইগার্সে কাজ করবেন এ অস্ট্রেলিয়ান কোচ। ছুটি কাটিয়ে সোমবার বাংলাদেশে ফিরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে নিজেই জানিয়েছেন এ সিদ্ধান্তের কথা।

পোস্টে সিডন্স লিখেছেন, 'সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সাথে কাজ করবো না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার।'

বিসিবির সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ কোচ, 'আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশিরভাগ স্কিল ডেভলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ 'এ' দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে মুখিয়ে আছি আমি।'

২০২২ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হয়ে আসেন সিডন্স। নিয়োগ পাওয়ার পর থেকেই নানা সমালোচনা পিছু লাগে তার। তার কোচিং মেথড অনেকটা সেকেলে ধরনের বলেই অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই জাতীয় দলের পাশাপাশি দেশের পাইপ লাইন নিয়ে কাজ করার কথা ছিল তার। তবে তা কার্যকর হয়নি। অবশেষে তরুণদের সঙ্গে কাজ করতে বিসিবির সঙ্গে একমত হয়েছেন তিনি।

Comments

The Daily Star  | English

Metro rail service resumes after 1.5 hours

The setback caused enormous suffering to commuters during the rush hour

2h ago