বৃষ্টিতে ভেসে গেল জ্যোতিদের দ্বিতীয় ওয়ানডেও

প্রথম ম্যাচে তাও খেলা হয়েছিল ৩৬.৪ ওভার। এরপর বৃষ্টি ভাসিয়ে নিয়ে যায় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে টসই হতে পারল না। পরিত্যক্ত হলো ম্যাচ। এই নিয়ে উইমেন'স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা চার ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে।
মঙ্গলবার কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার কোন পরিস্থিতি ছিল না বাংলাদেশের। প্রতিকূল আবহাওয়ায় টসের আগেই ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।
গত ডিসেম্বর উইমেন'স চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডে গিয়ে শেষ দুই ম্যাচ বৃষ্টিতে খেলতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। এবার শ্রীলঙ্কাতেও প্রথম দুই ম্যাচে একই পরিণতি।
পাঁচ ম্যাচের মধ্যে চারটিই পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে বাংলাদেশ। এক ম্যাচ বেশি খেলে সমান চার পয়েন্ট নিয়ে আটে শ্রীলঙ্কা। ছয় ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত।
বৃহস্পতিবার কলম্বোতেই সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
Comments