কোহলি-গম্ভীরের আরও কঠিন শাস্তি চান গাভাস্কার

ক্রিকেট মহলে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের অপ্রীতিকর আচরণ নিয়ে। মাঠেই উত্তপ্ত বাক্যবিনিময়ে লিপ্ত হন এ দুই তারকা। তাতে জরিমানার কবলে পড়েছেন তারা। কিন্তু এই শাস্তি তাদের জন্য যথেষ্ট নয় বলে জানালেন সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার। দুজনকে নিষিদ্ধ করা উচিত ছিল মনে করেন তিনি।
সোমবার রাতে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টের ম্যাচের ঘটনা এটা। লখনউয়ের আফগান ক্রিকেটার নাভিন-উল-হকের আউটের সময়েও উত্তেজিত ভঙ্গিতে উল্লাস করেন কোহলি। ম্যাচ শেষে হাত মেলানোর সময় তাকে কিছু একটা বলেন নাভিন। জবাবে কোহলিও কিছু বললে লেগে যায় বিবাদ। তখনই দৃশ্যপটে আসেন লখনউয়ের কোচ গম্ভীর।
ভারতের সাবেক ক্রিকেটার ছুটে গিয়ে কোহলিকে উদ্দেশ্য করে চিৎকার করছিলেন। সেসময় তাকে সরিয়ে নিতে চেষ্টা করেন সহকারি কোচ বিজয় দাহিয়া ও ক্রিকেটার অমিত মিশ্র। কোহলিও ছুটে এলে তাকে নিবৃত্ত করার চেষ্টা করেন ফাফ ডু প্লেসি ও লোকেশ রাহুল। তাদের বাধার পরও কোহলি-গম্ভীর মুখোমুখি অবস্থানে যান এক দফা।
সেই ঘটনার পর গম্ভীর ও কোহলি সম্পর্কে বোর্ডের কাছে নিজের রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি। তার ভিত্তিতে দুই তারকাকে শাস্তি দেয় বোর্ড। শাস্তি হিসাবে তাদের ম্যাচ ফির শতভাগ জরিমানা করা হয়। অর্থাৎ এই ম্যাচের কোনো অর্থই পাবেন না কোহলি। কিন্তু তারপরও তাদের শাস্তিতে বোর্ডের উপর খুশি নন গাভাস্কার।
কোহলি ও গম্ভীর দুইজনেরই আরও কঠিন শাস্তি পাওয়া উচিত ছিল বলে মনে করেন গাভাস্কার, 'এই জিনিসগুলো কখনোই ভালো দেখায় না। ১০০ শতাংশ ম্যাচ ফি মানে কী? ১০০ শতাংশ ম্যাচ ফি ঠিক কতো? কোহলি হলে, আরসিবি থেকে ১৭ কোটি টাকা পেয়েছেন, যার অর্থ সেমিফাইনাল এবং ফাইনাল সহ সম্ভাব্য ১৬ ম্যাচের জন্য ১৭ কোটি টাকা। তাই আপনি এক কোটি টাকার কথা বলছেন।'
'কিন্তু তাকে কি এক কোটি টাকা জরিমানা করা হবে? এটা হলে কঠিন জরিমানা। আমি জানি না গম্ভীরের অবস্থা কী। তাদের নিশ্চিত করতে হবে এর পুনরাবৃত্তি না হয়। এরজন্য একটি কঠোর জরিমানা, আরও কঠোর শাস্তি দরকার ছিল,' যোগ করেন গাভাস্কার।
Comments