বিশ্বকাপের আগে এভাবেই খেলে যেতে চায় পাকিস্তান 

pakistan cricket

প্রথম দুই ওয়ানডে পাকিস্তান জিতেছিল রান তাড়ায়। এরমধ্যে একটি প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি রান তাড়া করে জিতেছিল। সিরিজ নির্ধারনী তৃতীয় ম্যাচে তিনশোর নিচে পুঁজি নিয়েও অনায়াসে জয় পেয়েছে বাবর আজমের দল। পাকিস্তান অধিনায়ক বললেন নির্ভার না থেকে এভাবেই খেলে যেতে চান তারা। 

বুধবার রাতে করাচিতে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২৬ রানে হারায় পাকিস্তান। তাতে পাঁচ ম্যাচ সিরিজে দুই ম্যাচ আগেই হয়ে গেছে ফয়সালা। আগে ব্যাট করে ইমাম উল হক আর বাবর আজমের ফিফটিটে ২৮৭ রান করেছিল পাকিস্তান। জবাবে শেষ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ২৬১ রান করতে পারে নিউজিল্যান্ড। ওপেনিংয়ে টম ব্ল্যান্ডেল ফিফটি করার পর শেষ দিকে ফিফটি আসে কলে ম্যাককনির ব্যাটে। 

তিন পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ আর মোহাম্মদ ওয়াসিম নেন দুটি করে উইকেট। শাদাব খান, আগা সালমানরা চাপ জারি রাখতে করেন আঁটসাঁট বোলিং। 

ম্যাচ জেতার পর বাবর জানান আগে ব্যাটিং বা রান তাড়া- তারা একটা বেঞ্চমার্ক তৈরি করে নিজেদের জেতার অভ্যাস জারি রাখছেন,  'ওয়ানডেতে আমরা ৩৫০ তাড়া করার চেষ্টা করি, আবার ৩০০ রানের পুঁজি নিয়ে জেতার চেষ্টা করি। এটাই আমরা দিনে দিনে করে আসছি। ফোকাস হচ্ছে নির্ভার না থেকে পরের খেলাগুলোও এভাবেই খেলব। আমরা টি-টোয়েন্টিতেও এভাবেই খেলেছি। আশা করছি শতভাগ দিয়ে সামনেও (বিশ্বকাপ লক্ষ্য করে) এগিয়ে যাব।'

করাচিতে কিছুটা মন্থর উইকেটে কাজটা ঠিকঠাক করায় বোলার-ব্যাটার সবাইকেই কৃতিত্ব দিলেন তিনি,   'উইকেট একটু মন্থর ছিল। কিন্তু আমি আর ইমাম জুটি গড়েছিলাম। যেভাবে রিজওয়ান খেলেছে এবং শাদাব শেষ করেছে। এটা আমাদের ২৮০ ছাড়িয়ে নিতে সাহায্য করেছে। বোলাররাও দারুণ ছিল। শাদাব আর নাওয়াজ ভালো শুরু করেছে, দুর্ভাগ্যজনক নাওয়াজ পরে জোট পেয়েছে। আগা ৯ ওভার বল করেছে, দারুণ খেলেছে।'
 

Comments

The Daily Star  | English

Govt cuts interest rates on savings tools

Finance ministry lowers rates on four key savings instruments

2h ago