সবার শেষে ইংল্যান্ডের বিমান ধরলেন মোস্তাফিজ

দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে ভাড়া করা বিমানে উড়ে শুরু থেকেই ছিলেন মোস্তাফিজুর রহমান। তবে লিটন দাসের চেয়ে একটি ম্যাচ বেশি খেলার সুযোগ পেলেও পারফর্ম করতে পারেননি। আইপিএল মিশন শেষ করে দেশে ফিরে এবার ইংল্যান্ডের বিমান ধরলেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বাংলাদেশ দলের বাকি সবাই পৌঁছে গেছেন ইংল্যান্ডে। বাকি ছিলেন কেবল মোস্তাফিজ। বৃহস্পতিবার ভারত থেকে ঢাকায় এসেই আবার ইংল্যান্ডের বিমানে চেপে বসেন তিনি।
ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে এই তারকা লিখেছেন, 'এবার জাতীয় দলের দায়িত্ব পালনের সময়। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজ খেলতে ইংল্যান্ডে যাচ্ছে। আপনাদের সবার কাছে দোয়া চাই।'
দিল্লি ক্যাপিটালস তাকে এবার নিলামের আগেই ধরে রাখলেও মোস্তাফিজ আলো ছড়াতে পারেননি। প্রথম তিন ম্যাচ বসে থাকার পর সুযোগ পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ৩৮ রান দিয়ে পান এক উইকেট। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উইকেট পাননি। ৩ ওভারেই দিয়ে দেন ৪১ রান। এরপর আর একাদশে সুযোগ মেলেনি তার।
আইপিএল ছেড়ে আসার আগে কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে ছবি দিয়েও পোস্ট করে এসেছেন বাংলাদেশের তারকা, 'দারুণ কিছু সময়ের জন্য সবাইকে ধন্যবাদ। কিংবদন্তিদের সঙ্গে ড্রেসিংরুমে থাকা আনন্দের। পরের বারের আগ পর্যন্ত আপাতত বিদায়।'
আয়ারল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরও লিগ পর্বে আরও দুই ম্যাচ থাকবে দিল্লির। তবে তলানিতে থাকা দিল্লি কেবল দুই ম্যাচের জন্য মোস্তাফিজকে আর ফেরাবে না। কাজেই মোস্তাফিজের এবারের আইপিএল মিশনও শেষ হয়ে গেলো।
আজ ইংল্যান্ডে উড়ে গিয়ে একদিন বিশ্রামে থাকবেন মোস্তাফিজ। শুক্রবার একমাত্র প্রস্তুতি ম্যাচে হয়ত তার খেলা হবে না। ৯ মে চেমসফোর্ডে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। তার আগে স্কোয়াডের সবাইকে পেয়ে গেলেন অধিনায়ক তামিম ইকবাল।
Comments