ওশাদির ঘূর্ণিতে হারল বাংলাদেশ

উইমেন'স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ম্যাচ মানেই ছিল বৃষ্টির দাপট। বৃহস্পতিবারও ছিল একই শঙ্কা। শেষ পর্যন্ত অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। তবে হতাশা উপহার দিয়েছেন নিগার সুলতানারা। ওশাদি রানাসিঙ্গের ঘূর্ণির মায়াজালে পড়ে হারতে হয়েছে তাদের।
কলম্বোর পি সারা ওভালে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫৮ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ৫ উইকেটে ১৮৫ রান করে স্বাগতিকরা। জবাবে এক বল বাকি থাকতে ১২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা।
প্রথম ওয়ানডে ম্যাচে ৩৬.৪ ওভার খেলা হলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গত মঙ্গলবার একটি বলও মাঠে গড়াতে পারেনি। এদিন তৃতীয় ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। কিন্তু আগের দুটি ম্যাচ ভেস্তে যাওয়ায় দুই দলের সমঝোতার ভিত্তিতে এদিন হয় দ্বিতীয় ম্যাচটি। তৃতীয় ও শেষ ম্যাচটি হবে আগামী রোববার।
এদিন লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ওশাদি রানাসিঙ্গের স্পিনে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৭ রানেই শামিমা সুলাতানাকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন এ স্পিনার। দলীয় ৩৫ রানের মধ্যে তিন টপ অর্ডার ব্যাটারকেই হারায় বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা। ৬১ রানের জুটি গড়েছিলেন তারা। তবে রানের গতি বাড়াতে পারেননি।
নিগারের বিদায়ে ভাঙে এ জুটি। এরপর তিন রান যোগ হতে ফিরে যান ফারজানাও। তাতে ফের চাপে পরে দলটি। তবে নিগার যখন আউট হন তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৯৬ রান। ততোক্ষণে শেষ হয়ে গেছে ২১ ওভারেরও বেশি। এরপর মূলত দ্রুত রান তোলার তাগিদে ব্যাটিং অর্ডারের নামে বড় ধস। আর কোনো ব্যাটারই পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন নিগার। খেলেছেন ৫১টি বল। ১ট চার ও ২টি ছক্কা ছিল তার ইনিংসে। ৪৬ বলে ২টি চারের সাহায্যে ২৪ রান করেন ফারজানা। দ দুই ব্যাটার ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন মুর্শিদা খাতুন (১৬) ও সোবহানা মুস্তারি (১১)।
শেষ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেওয়া ওশাদি একাই নিয়েছেন পাঁচটি উইকেট। খরচ করেছেন ৩৪ রান।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করে শ্রীলঙ্কা। চামারি আতাপাত্তু ও ভিস্মি গুনারত্নের ওপেনিং জুটিতেই আসে ৫০ রান। গুনারত্নেকে ফিরিয়ে এ জুটি ভাঙেন রিতু মনি। এরপর হার্শিতা সামারাবিক্রমার সঙ্গে ৫১ রানের আরও একটি দারুণ জুটি গড়েন আতাপাত্তু। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় লঙ্কানরা। শেষ পর্যন্ত ১৮৬ রানে স্কোর গড়ে দলটি।
দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন আতাপাত্তু। ৬০ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় এ রান করেন তিনি। সামারাবিক্রমা খেলেন অপরাজিত ৪৫ রানের ইনিংস। ৪৮ বলে ১টি চার ও ২টি ছক্কায় সাজান নিজের ইনিংস। এছাড়া শেষ দিকে কাভিশা দিলহারি ১ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৫ রানের কার্যকরী এক ইনিংস খেলেন।
উল্লেখ্য, গত ডিসেম্বর উইমেন'স চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডে গিয়ে প্রথম ম্যাচ খেলার পরের দুই ম্যাচ বৃষ্টিতে খেলতে পারেনি নিগার সুলতানার দল। শ্রীলঙ্কাতেও প্রথম দুই ম্যাচে ছিল একই পরিণতি। তবে সমঝোতার ভিত্তিতে একটি ম্যাচ পুনরায় খেলতে পেরেছে তারা।
Comments