আইসিসির আপত্তিতে বাতিল পরিবর্তিত সূচি

প্রথম দুটি ওয়ানডে ম্যাচই গেল বৃষ্টির পেটে। ফলে দুই দলের সমঝোতার ভিত্তিতে একটি বাড়তি ওয়ানডে ম্যাচ খেলার সূচি ঘোষণা করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। কিন্তু অনুমোদন দেয়নি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ফলে পুরনো সূচি অনুযায়ী শেষ দুই দলের ওয়ানডে সিরিজ। ১-০ ব্যবধানে সিরিজ হারল বাংলাদেশ।
অবশ্য প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও ছিল বৃষ্টির দাপট। যে কারণে ম্যাচের পরিধি কমে আসে। ৩০ ওভারের ম্যাচটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হলে সেখানে শ্রীলঙ্কার কাছে হেরে যায় বাংলাদশের মেয়েরা। ৫৮ রানের এই এক ম্যাচ হেরেই সিরিজ খুইয়ে বসে নিগার সুলাতানার দল।
মূলত উইমেন'স চ্যাম্পিয়নশিপে এ সিরিজ গুরুত্বপূর্ণ হওয়ায় নতুন সূচি দিয়েছিল লঙ্কান বোর্ড। তৃতীয় ওয়ানডে ম্যাচের দিন দ্বিতীয় ওয়ানডে এবং আগামী রোববার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল তারা। তবে সেখানে বাধ সাধে আইসিসি। চ্যাম্পিয়নশিপের সিরিজে সূচি পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
গত ডিসেম্বর উইমেন'স চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডে গিয়ে শেষ দুই ম্যাচ বৃষ্টিতে খেলতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। ফলে ছয় ম্যাচের মধ্যে চারটিই পরিত্যক্ত হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাতে আছে বাংলাদেশ।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আগামী রোববার কলম্বোর পি সারা ওভালে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। এরপর ৯ মে থেকে এসএসসি ক্লাব গ্রাউন্ডে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১২ মে।
Comments