বৃষ্টিতে ভেসে গেলে টাইগারদের প্রস্তুতি ম্যাচ

মূল লড়াই শুরুর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ হারালো বাংলাদেশ দল। বৃষ্টির কারণে ভেসে গেছে একমাত্র একমাত্র প্রস্তুতি ম্যাচটি। আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে একটি বলও গড়াতে পারেনি মাঠে।
শুক্রবার ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্রিকেট মাঠ ফেনার্সে বাংলাদেশ সময় বেলা পৌনে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক দফা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে টসই অনুষ্ঠিত হতে পারেনি। শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।
এদিন সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। ম্যাচ শুরুর আগে নামে বৃষ্টি। এরপর বৃষ্টি থামলেও ভেজা শুকানো সম্ভব না হলে ম্যাচ অনুষ্ঠিত হতে পারেনি। প্রায় তিন ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।
এসেক্স কাউন্টি ক্লাবের মাঠ চেমসফোর্ডে দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। একই মাঠে পরের দুই ম্যাচ ১২ ও ১৪ মে। সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত।
বাংলাদেশের জন্য সিরিজটির গুরুত্ব খুব বেশি না থাকলেও আয়ারল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনটি ম্যাচ জিততে পারলে অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে আইরিশরা। তবে কোনো একটি হেরে গেলে বা পরিত্যক্ত হলে বাছাইপর্ব খেলতে হবে তাদের। বিশ্বকাপে জায়গা পাবে দক্ষিণ আফ্রিকা।
Comments