শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে গেল পাকিস্তান

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ জিতে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। তবে পরের ম্যাচে হেরে দুই দিনের মধ্যেই তিনে নেমে গেছে দলটি। দারুণ এক জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে কিউইরা।
সিরিজ শুরুর আগে পঞ্চম স্থানে ছিল পাকিস্তান। টানা চার ম্যাচ জিতে এক নম্বরে উঠে আসে দলটি। আইসিসি র্যাঙ্কিং চালু হওয়ার পর এবারই প্রথম শীর্ষে ওঠে তারা। শীর্ষস্থান থেকে ছিটকে যাওয়ার ক্ষেত্রেও রেকর্ড গড়ে তারা। এতো দ্রুত শীর্ষস্থান পিছলে পড়েনি আর কোনো দল। চলতি বছরের জানুয়ারিতে শীর্ষে ওঠার তিন দিন পরই ভারতের কাছে জায়গা হারিয়েছিল ইংল্যান্ড।
তবে মুকুট হারানোর শঙ্কা নিয়েই শীর্ষে উঠেছিল পাকিস্তান। কারণ অস্ট্রেলিয়া ও ভারতের সমান রেটিং পয়েন্টই ছিল তাদের। ভগ্নাংশের ব্যবধানে শীর্ষে ওঠে তারা। তবে শেষ ম্যাচটি জিতলে ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান মজবুত হতো তাদের। কিন্তু সে সুযোগ হাতছাড়া করে তারা।
করাচিতে রোববার সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। যদিও ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। তবে এই হারে এক রেটিং পয়েন্ট কমে পাকিস্তানের। যে কারণে তিনে নেমে যায় দলটি। বর্তমানে শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে আছে ভারত।
আগের দিন পাকিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩০০ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। উইল ইয়ং ও টম লাথাম তুলে নেন ফিফটি। ৯১ বলে ৮৭ রান করেন ইয়ং। লাথাম খেলেন ৫৯ রানের ইনিংস। এছাড়া ৪৩ রান করেন মার্ক চাপম্যান। পাকিস্তানের শাহিন শাহ ৩টি এবং উসামা মির ও শাদাব খান ২টি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় ৪৬.১ ওভারে ২৫২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলীয় ৬৬ রানে চার উইকেট হারিয়ে ফেলার পর ইফতেখার আহমেদ ও আঘা সালমানের ৯৭ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়েছিল তারা। তবে এ জুটি ভাঙতেই ফের ধস নামলে আর পেরে ওঠেনি দলটি। ৭২ বলে ৯৪ রান করেন ইফতেখার। ৫৭ রান আসে সালমানের ব্যাট থেকে। কিউইদের পক্ষে ৩টি করে উইকেট নেন হেনরি শিপলি ও রাচিন রবীন্দ্র।
Comments