টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রাহুলের বদলে ইশান

খারাপ ছন্দে থাকার পরও লোকেশ রাহুলকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের দলে রেখেছিল ভারত। তবে আইপিএলে পাওয়া চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন তিনি। তার বদলে বড় এই ম্যাচের জন্য ডাক পেয়েছেন কিপার ব্যাটার ইশান কিশান।
চলতি আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের হয়ে খেলার সময় উরুতে চোট পান রাহুল। এই চোট থেকে খেলায় ফিরতে অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে তাকে। কাজেই লম্বা সময়ের জন্য খেলায় থাকছেন না তিনি।
তার বদলে সুযোগ পাওয়া ইশানের এখনো টেস্ট অভিষেক হয়নি। ভারতের হয়ে ১৪টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। স্কোয়াডে থাকা আরেক কিপার শ্রীকার ভারতের বিকল্প হিসেবে থাকবেন বাঁহাতি ইশান।
রাহুল ছাড়াও ভারতের ফাইনালের স্কোয়াডে আরও দুজনের চোট শঙ্কা আছে। বাম কাঁধের চোটে পড়ে ভুগছেন বাঁহাতি পেসার জয়দেব উনাদকাট। পেশির চোটে আছেন আরেক পেসার উমেশ যাদব। তবে চোটের মাত্রা কম হওয়ায় তাদের পাওয়ার আশা ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে লন্ডনের দ্য ওভালে টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে ভারত।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, লোকেশ রাহুল, শ্রিকার ভরত, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ইশান কিশান।
Comments