টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে বাংলাদেশেকে আগে ব্যাট করতে পাঠিয়েছে আইরিশরা। একাদশে ছয়জন বিশেষজ্ঞ বোলার রেখেছে বাংলাদেশ।
মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। মেঘলা আকাশ দেখে টস জিতে আগে বোলিং করার সুবিধা নিয়ে নেন এই সিরিজের স্বাগতিক আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
ঘরের মাঠে সর্বশেষ খেলা ওয়ানডে থেকে একাদশে দুটি বদল এনেছে তামিম ইকবালের দল। চোটের কারণে এই সিরিজে না থাকা তাসকিন আহমেদের বদলে খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। নাসুম আহমেদের বদলে এই সিরিজে স্কোয়াডে এসে একাদশেও আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
তিনটি পেস আক্রমণের পাশাপাশি তিনজন বিশেষজ্ঞ স্পিনার আছে বাংলাদেশের। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার হওয়ায় সাতজন ব্যাটার নিয়েও খেলার সুবিধা পাওয়া যাচ্ছে।
এই সিরিজে আয়ারল্যান্ড পাচ্ছে তাদের শক্তিশালী দল। আইপিএল ব্যস্ততা কাটিয়ে দলে এসেছেন বাঁহাতি পেসার জস লিটল। তিনি ছাড়াও আরও দুই পেসার ও একজন পেস অলরাউন্ডার খেলাচ্ছে তারা।
তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি সুপার লিগের অংশ। তবে বিশ্বকাপ নিশ্চিত হয়ে যাওয়ায় সুপার লিগে বাংলাদেশের কোন সমীকরণ নেই। তবে আয়ারল্যান্ডের জন্য আবার বিপরীত। বাংলাদেশকে যদি ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেতে পারে তারা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, ইবাদত হোসেন।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, অ্যান্ড্রু বালবার্নি, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফের, জর্জ ডকরেল, অ্যান্ড্রু ম্যাকব্রেইন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম ও জস লিটল।
Comments