তারা কী এলিয়েন? পাকিস্তানে ভারত যেতে না চাওয়ায় খেপেছেন জুনাইদ

পাকিস্তানে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ভারত। এমনকি পাকিস্তানের দেওয়া হাইব্রিড মডেলও যাচ্ছে ভেস্তে। ফলে এশিয়া কাপই স্থগিত হয়ে যাবার জোগাড় হয়েছে। আর তাতে বেজায় খেপেছেন পাকিস্তানি পেসার জুনাইদ খান।

মাঝে দীর্ঘ সময় পাকিস্তানে সফর স্থগিত রেখেছিল বিশ্বের সব দলই। তবে একে একে সব দলই আবার দেশটিতে সফর শুরু করেছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মতো দেশও পূর্ণাঙ্গ সিরিজে খেলেছে দেশটিতে। তবে সেখানে ব্যতিক্রম ভারত।

জুনাইদের প্রশ্ন সেখানেই। বিশ্বের বাকি সব দলগুলো যেখানে পাকিস্তানকে এখন নিরাপদ মনে করছেন সেখানে ভারত কেন নয়। ভারতীয়দের এমন অবস্থানে রীতিমতো হতাশ এ পেসার।

সম্প্রতি পাকিস্তানি সংবাদমাধ্যমে জুনাইদ বলেছেন, 'এখন পাকিস্তানের অবস্থা ভালো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মতো অন্যান্য দল যদি আসতে পারে এবং তাদের নিরাপত্তার সমস্যা না থাকে, তাহলে ভারতের সমস্যা কেন? এটার কারণ কি? তারা কি অন্য বিশ্ব থাকা এলিয়েন যাদের নিরাপত্তা সমস্যা আছে?'

'আইসিসির উচিত এই বিষয়গুলো খতিয়ে দেখা; অন্যথায়, পাকিস্তান ছাড়া ক্রিকেট অসম্ভব। পাকিস্তান একটি ছোট দল নয়; মাত্র কয়েকদিন আগেও, পাকিস্তান বিশ্বের এক নম্বর দল ছিল এবং এখনও শীর্ষ তিন দলের মধ্যে রয়েছে,' যোগ করেন এ পেসার।

এদিকে ভারতের অমতে ভিন্ন একটি 'হাইব্রিড মডেলে'র প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে চায় তারা। কিন্তু সেই প্রস্তাবে বিরোধিতা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তাতে এবার এশিয়া কাপ বাতিল হওয়ার পথেই রয়েছে।

Comments