উঠে গেল বিতর্কিত ‘সফট সিগন্যাল’ আইন

ক্যাচের সিদ্ধান্তের বেলায় সফট সিগন্যাল নিয়ে বিতর্কের শেষ নেই। সেই বিতর্কের অবসান হতে যাচ্ছে । আগামী জুন থেকে প্লেয়িং কন্ডিশনে আর থাকছে না 'সফট সিগন্যাল'।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সোমবার এক বিজ্ঞপ্তি নিয়ে নিশ্চিত করেছে এই পরিবর্তন। ছোটখাটো আরও কিছু নিয়মে এসেছে বদল।
মূলত ক্যাচ আউটে বেলায় সামনে আসে 'সফট সিগন্যাল'। কোন ক্যাচ নিয়ে মাঠের আম্পায়ারের দ্বিধা তৈরি হলে তিনি টিভি আম্পায়ারের দ্বারস্থ হন। কিন্তু তার আগে 'আউট' বা 'নটআউট' এর একটা 'সফট সিগন্যাল' জানিয়ে দেন। রিপ্লে দেখে টিভি আম্পায়ার কেবল স্পষ্ট প্রমাণ পেলেই মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বদলাতে পারেন, না হলে মাঠের আম্পায়ারের সফট সিগন্যালই বহাল থাকে। এই নিয়ে অনেক বিতর্কও হয়েছে ক্রিকেটে।
আইসিসি সভায় একাধিকবার আলোচনার পর এবার উঠে গেল এই নিয়ম। সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে পুরুষ ও নারী ক্রিকেট কমিটি যৌথভাবে এই নিয়ম বাতিলের সুপারিশ করেছে। তাদের সুপারিশ পরে অনুমোদন করেন আইসিসির প্রধান নির্বাহী।
সৌরভ এই ব্যাপারে বলেন, 'সফট সিগন্যাল নিয়ে গত কয়েকটি সভাতেই আলোচনা হয়েছে। দীর্ঘ আলোচনার পর সবাই এই সিদ্ধান্তে একমত হয়েছে যে সফট সিগন্যাল আসলে অপ্রয়োজনী এবং এটি বিভ্রান্তি তৈরি করে।'
এছাড়া অধিক ঝুঁকিপূর্ণ জায়গায় খেলোয়াড়দের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। পেসারদের বিপক্ষে ব্যাটারদের, স্টাম্পের কাছে থাকার সময় উইকেটকিপারকে এবং ফিল্ডিংয়ের সময় কাছাকাছি ফিল্ডারদের হেলমেট পরতেই হবে।
ফ্রি হিটের বেলাতেও এসেছে সামান্য বদল। এখন থেকে ফ্রি হিটে ব্যাটার বোল্ড হলেও রান নিতে পারবে। ব্যাটে লেগে বোল্ড হলে তা ব্যাটারের নামের পাশেও যোগ হবে।
নতুন প্লেয়িং কন্ডিশন নিয়ে পহেলা জুন ইংল্যান্ড আয়ারল্যান্ড টেস্ট হবে লর্ডসে।
Comments