আইপিএল

টানা দ্বিতীয় সেঞ্চুরিতে কোহলির আরেক রেকর্ড

Virat Kohli

প্লে অফে যেতে হলে জিততেই হবে এমন বাস্তবতায় নেমে আবারও চওড়া হলো বিরাট কোহলির ব্যাট। ভালো শুরুর পর পথ হারানো দলকে প্রায় একা টেনে নিলেন তিনি। আইপিএলের এবারের আসরে টানা দ্বিতীয় সেঞ্চুরি পেলেন সময়ের সফলতম ব্যাটার। এতে করে আইপিএলে ইতিহাসে ক্রিস গেইলকে ছাড়িয়ে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি।

রোববার রাতে বেঙ্গালুরুতে লিগ পর্বের শেষ ম্যাচে কোহলির সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৯৭ রান করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দলের হয়ে ৬১ বলে ১৩ চার, ১ ছক্কায় অপরাজিত ১০১  রানের ইনিংস খেলেছেন কোহলি। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই ম্যাচটিও ছিল দলের জন্য বাঁচা-মরার। আইপিএল এই নিয়ে কোহলির সেঞ্চুরি হলো সাতটি, যা সবচেয়ে বেশি। ছয় সেঞ্চুরিতে দুইয়ে নেমে গেলেন গেইল।

বৃষ্টিতে অনেক দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে যায় বেঙ্গালুরু। ফাফ দু প্লেসিকে নিয়ে ভালো শুরু পান কোহলি। 

ওপেনিং জুটিতে ৬৭ রান আসার পর ২৮ করে ফেরেন দু প্লেসি। গ্লেন ম্যাক্সওয়েল নেমে ঝড়ের আভাস দিয়েই ফিরে যান। মাহিপাল লামরোরও করেন হতাশ। মিচেল ব্রেসওয়েলকে নিয়ে পরে জুটি পান কোহলি। 

২৯ বলে ৪৭ রানের জুটির পর ব্রেসওয়েলও (১৬ বলে ২৬) করে বিদায় নিলে এক প্রান্তে চালিয়ে যান। শেষ দিকে অনুজ রাওয়াতকে নিয়ে ৩৪ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে দুইশোর কাছে নিয়ে যান তিনি।

এই নিয়ে এবারের আইপিএলে ৬৩৯ রান করে রান সংগ্রাহকের তালিকায় দুইয়ে উঠে এলেন সাবেক ভারতীয় অধিনায়ক। 

Comments

The Daily Star  | English

India, Pakistan agree to ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce

3h ago