গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন সাকিব!

শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে যাচ্ছেন বাংলাদেশের সাকিব আল হাসান। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এলপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি গল গ্ল্যাডিয়েটর্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে শ্রীলঙ্কার গণমাধ্যম।
ক্যারিয়ারে অসংখ্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেললেও লঙ্কান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এবারই প্রথম খেলবেন সাকিব। প্রকাশিত সংবাদ অনুযায়ী, এই বাংলাদেশি অলরাউন্ডারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে গল গ্ল্যাডিয়েটর্স।
এর আগে গত মাসে বাংলাদেশের তিনজন খেলোয়াড় সাকিব, লিটন দাস ও আফিফ হোসেনের নাম রাখা হয় টুর্নামেন্টের ড্রাফটে। এবারের আসরে অংশ নিবে মোট পাঁচটি দল।
আগামী ১১ জুন টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে। তবে এর আগে তারকা ক্রিকেটারদের দলে নেওয়ার জন্য সব দলই প্রতিযোগিতায় নেমেছে। শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরাঙ্গাকে চুক্তিবদ্ধ করেছে ক্যান্ডি ফ্যালকন্স। দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলার জাফনা কিংসের হয়ে খেলবেন।
এছাড়া সংবাদে আরও বলা হয়েছে, কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
Comments