আবারও আফিফ-জাকিরদের বিবর্ণ ব্যাটিং

ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচে বিস্তর ভুগতে হয়েছিল 'এ' দলকে। কোচ জেমি সিডন্স তাই ব্যাটারদের কাছ থেকে প্রত্যাশা করছিলেন ধৈর্য আর নিবেদন। আফিফ হোসেন, সাইফ হাসানরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারলেন না স্বস্তিতে। বৃষ্টি বিঘ্নিত দিনে ক্যারিবিয়ান বোলাররাই দেখালেন দাপট।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই নম্বর গ্রাউন্ডে প্রবল বৃষ্টিতে ম্যাচ শুরু হতে দেরি হয় অনেকটা। পুরো দিনে খেলা হয়েছে ৪৯ ওভার। দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিন শেষে সফরকারীদেরই স্পষ্ট এগিয়ে রাখতে হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে ৪৯ ওভার ব্যাট করে বাংলাদেশ 'এ' দল তুলেছে ৫ উইকেটে ১৭৫ রান। শাহাদাত হোসেন দিপু ২৮ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গী অফ স্পিনার নাঈম হাসান ক্রিজে আছেন ১২ রান নিয়ে।
বৃষ্টি ভেজা দিনে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠায় ক্যারিবিয়রা। ওপেন করতে নেমে জাকির হাসান তুলেন ঝড়। টি-টোয়েন্টি মেজাজ দেখাতে গিয়ে অবশ্য টিকতে পারেননি। ১৩ বলে ৪ বাউন্ডারিতে তার ১৮ রানের ইনিংস থামে আকিম জর্ডানের বলে। উইকেটের পেছনে ধরা দিয়ে ফিরে যান টেস্ট দলের বিবেচনা থাকা এই ব্যাটার।
আরেক ওপেনার সাদমান ইসলাম অবশ্য থিতু হওয়ার আগেই কনুইয়ে চোট পেয়ে বাইরে চলে যান। ৩৬ বলে ১১ রানে থেমে আছে তার ইনিংস।
প্রথম ম্যাচে বাইরে থাকা নাঈম শেখ এই ম্যাচে সুযোগ পেয়ে হন ব্যর্থ। ৩১ বল ধুঁকতে ধুঁকতে ফেরেন ৫ রান করে। অফ স্পিনার কেভিন সিনক্লিয়ারের বল পড়তে না পেরে হয়েছেন বোল্ড।
প্রথম ম্যাচে ৯৫ রানের ঝড়ো ইনিংস খেলা সাইফ হাসান এবার কোচের কথা শুনে সময় নিয়ে থিতু হয়েছিলেন। খেলছিলেন আস্থার সঙ্গে। কিন্তু সাইফও কাটা পড়েন সিনক্লিয়ারের বলে।
অধিনায়ক আফিফ খেলেছেন তার তাল অনুযায়ী। লাল বলের টেম্পারমেন্টের কোন ছাপ দেখা যায়নি তার মাঝে। আগ্রাসী খেলে যে ইনিংস বড় করতে পেরেছেন এমন না। টিকেছেন কেবল ৩৪ বল। ৭ চারে ৩৭ রানের ইনিংসটা দলের চাহিদা মেটায়নি। জর্ডানের বলে তার বিদায় এলবিডব্লিউতে।
জাকের আলি অনিকের চোটে দলে আসা কিপার ব্যাটার ইরফান শুক্কুর হুট করে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি। অ্যান্ডরসন ফিলিপের লাইফে উঠা বলে ২১ রান করে ক্যাচ দিয়ে থামেন তিনি।
৬ষ্ঠ উইকেটে নাঈমের সঙ্গে ১৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভরসা দিচ্ছেন শাহাদাত দিপু।
দিনে ক্যারিবিয়ানদের সফল বোলার জর্ডান আর সিনক্লিয়ার। দুজনেই নিয়েছেন দুটি করে উইকেট।
Comments