বাংলাদেশ 'এ' দলে মুমিনুল-রাব্বি-সোহান

প্রথম ম্যাচে ড্র হলেও সুবিধাজনক অবশানে ছিল না বাংলাদেশ 'এ' দল। দ্বিতীয় ম্যাচেও একই দশা। তাই ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল টেস্টে দলের শক্তি বাড়িয়েছে বাংলাদেশ 'এ' দল। দলে বেশ কিছু তারকা খেলোয়াড় এনে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শেষ ম্যাচে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট সংস্করণের সাবেক অধিনায়ক মুমিনুল হক। ডাক পেয়েছেন ইয়াসির আলী রাব্বি ও নুরুল হাসান সোহানদের মতো তারকা খেলোয়াড়রা। এছাড়াও ডাক পেয়েছেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী ও মুশফিক হাসান। বৃহস্পতিবার তাদের নিয়ে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।
তৃতীয় ম্যাচে জন্য দল ঘোষণা হলেও অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। তবে এর মধ্যেই মুমিনুলরা চলে গেছেন সিলেটে।
দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, সাদমান ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও রিপন মণ্ডল। এর আগে রেজাউর রহমান রাজা ইনজুরিতে পড়লে দ্বিতীয় টেস্টের জন্য নেওয়া হয়েছিল খালেদকে।
আগামী ৩০মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে দুই দলের তৃতীয় আনঅফিশিয়াল টেস্ট।
বাংলাদেশ 'এ' দল:
জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন, নাঈম হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজীম হাসান সাকিব, মুশফিক হাসান ও ইরফান শুক্কুর।
Comments