বিতর্কের পর মঞ্জুকে আর রাখছে না বিসিবি

নারী দলের নির্বাচক ও ম্যানেজার হয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছিলে মঞ্জুরুল ইসলাম মঞ্জুর উপর। সর্বশেষ শ্রীলঙ্কা সফরেও বিতর্ক তৈরি করেছিলেন তিনি। সমালোচনার পর হারান ম্যানেজার পদ। এবার নির্বাচক পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হচ্ছে।
বিসিবির ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, আর কোন ভূমিকাতেই নারী দলের সঙ্গে থাকছেন না মঞ্জু। তার বদলে সম্পূর্ণ দুজন নির্বাচক নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। তাদের সহায়তা করার জন্য আরও একজনকেও নেওয়া হতে পারে।
এই ব্যাপারে বিসিবির নারী উইংসের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের নারী উইংস চলবে একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে। সেই টিম ওয়ার্ক বজায় রাখার স্বার্থে কিছু জিনিস নজরে এসেছে। খেলোয়াড়রা যাতে স্বস্তিতে থাকে এবং আমাদের টিম ওয়ার্ক যাতে ভালো হয় সেজন্য যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন তা ইতোমধ্যে আমরা নিয়েছি। আগামী দিনে আশা করি একটা ভালো টিম ওয়ার্ক এই জায়গায় হবে।'
নারী উইংসের কোচিং স্টাফের পূর্ণতা দিতেও উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদেশি প্রধান কোচের পাশাপাশি এবার একজন বিদেশি বোলিং কোচও নেওয়া হচ্ছে। প্রধান কোচ হাশান তিলকরত্নের মতন বোলিং কোচও হচ্ছেন একজন শ্রীলঙ্কান।
Comments