বিশ্বকাপের চ্যালেঞ্জ সামলাতে স্পিনারদের প্রস্তুত করছেন হেরাথ

Rangana Herath
রোববার মিরপুর একাডেমি মাঠে রঙ্গনা হেরাথ। ছবি: বিসিবি

আইসিসি ইভেন্টে সাধারণত উইকেট থাকে ব্যাটারদের অনুকূলে। তাছাড়া এমনিতেও ভারতের উইকেটগুলো থেকে বড় রানের সম্ভাবনা দেখছেন অনেকেই। কন্ডিশন যখন কঠিন, চ্যালেঞ্জটাও তখন বেশি। এসব চিন্তায় বাংলাদেশের স্পিনারদের প্রস্তুত করছেন স্পিন বোলিং কোচ রঙ্গণা হেরাথ।

জাতীয় দলের কোচিংয়ের বাইরেও প্রায়ই পাইপলাইনের বেশ কয়েকজন স্পিনারদের নিয়ে হেরাথকে ক্যাম্প করানো হয়। এবারও আফগানিস্তান সিরিজের আগে চলছে তেমন একটি ক্যাম্প।

এই ক্যাম্পের পাশাপাশি জাতীয় দলের নিয়মিত স্পিনার মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাইজুল ইসলামদের নিয়ে নিয়মিত কাজ করছেন লঙ্কান স্পিনার।

সম্প্রতি শেষ হওয়া আইপিএলের উইকেট দেখা আঁচ পাওয়া যাচ্ছে বিশ্বকাপে স্পিনারদের কাজটা আসলে কঠিনই হবে। ফ্ল্যাট উইকেটে রান আটকানো, উইকেট নেওয়ার চ্যালেঞ্জে পড়বেন তারা। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে জানালেন এটা ভেবেই এখন থেকে প্রস্তুতি চালাচ্ছেন তিনি,  'আমি সব সময়ই ভাবি কন্ডিশন যখনই স্পিনারদের জন্য কঠিন হবে, তখন চ্যালেঞ্জ হবে। এজন্যই বিশ্বকাপের আগে আমরা প্রস্তুত হচ্ছি। আপনি যদি উইকেট থেকে সহায়তা না পান, বৈচিত্র্যের দিকে চেষ্টা করতে হবে, যেটা আমাদের প্রয়োগ করতে হবে।'

সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে পরিস্থিতি বিবেচনায় নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়েছিল বোলিং। সুযোগ পেয়ে গুরুত্বপূর্ণ ফেইজে বাজিমাত করেন তিনি। ব্যাটাররা যারা টুকটাক বোলিং পারেন, একাদশে আদর্শ সমন্বয়ের স্বার্থে তাদের আরও সম্পৃক্ত করার ইচ্ছা হেরাথের, 'এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্যাটাররা কয়েক ওভার বল করে দেয়। যেমন শান্ত, এটা বোলিংয়ে অনেক বিকল্প তৈরি করবে। যখন অনেক বিকল্প থাকবে তখন ঠিক সমন্বয় মিলবে। আমি সব সময় হৃদয়, শান্তদের বোলিংয়ে দেখতে পছন্দ করব।'

'এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ব্যাটাররা কয়েক ওভার বল করে দেয়। যেমন শান্ত, এটা বোলিংয়ে অনেক বিকল্প তৈরি করবে। যখন অনেক বিকল্প থাকবে তখন ঠিক সমন্বয় মিলবে। আমি সব সময় হৃদয়, শান্তদের বোলিংয়ে দেখতে পছন্দ করব।'

Comments

The Daily Star  | English

Bangladeshis worry amid US immigration crackdown

The United States has deported at least 31 Bangladeshis after President Donald Trump took a tough immigration policy.

5h ago