নিউজিল্যান্ড সিরিজে খেলা হতে পারে সিলেটে

ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড দল। এই সিরিজের ম্যাচ হতে পারে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার ভেন্যু ঘুরে অবকাঠামো দেখে সন্তুষ্টি জানিয়ে গেছে কিউই প্রতিনিধি দল।
আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার অংশ হিসেবে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আছে বাংলাদেশের। এই সিরিজের সম্ভাব্য ভেন্যু তালিকায় আছে সিলেট। এর আগে নিউজিল্যান্ড যেহেতু সিলেটে খেলেনি তাই তারা প্রতিনিধি দল পাঠিয়ে ভেন্যু পর্যবেক্ষণ করেছে। বুধবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের চার সদস্যের দল যান সিলেটে। তারা দুটি মাঠ, ইনডোর ও অন্যান্য অনুশীলন সুবিধা ঘুরে দেখেন।
ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস এই প্রতিনিধি দলকে ঘুরিয়ে দেখান সব সুযোগ সুবিধা। পরে নাফীস গণমাধ্যমে জানান বিস্তারিত, 'রুটিন কাজের অংশ হিসেবেই তারা এসেছেন। সাধারণত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড দল সফরে এলে আগে তাদের প্রতিনিধি দল পাঠায়। তারা আমাদের এই মাঠের সব কিছু ঘুরে দেখে নিজেদের সন্তুষ্টি জানিয়েছেন। বাংলাদেশ খুব ভালো হোস্ট, এবারও সেই ঐতিহ্য বজায় থাকবে।'
শাহরিয়ার জানান, সিলেটকে তারা এই সিরিজের খেলা আয়োজনের পরিকল্পনায় রেখেছেন, 'আমাদের এখন তিনটা ভেন্যুতে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। এই সিরিজের কিছু খেলা সিলেটেও হতে পারে।'
১০ জুন বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। জুন-জুলাই মাসে আফগানদের বিপক্ষে তিন সংস্করণের সিরিজের পর কয়েকদিন বিরতি। এরপর একের পর এক খেলা।
সেপ্টেম্বরের শুরুতেই আছে এশিয়া কাপ। এশিয়া কাপ শেষ করে দেশে ফেরার পর পরই নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন তামিম ইকবালরা। এই সিরিজের পর বিশ্বকাপ খেলতে ভারতে যাবে দল।
Comments