অস্ত্রোপচার করানো হলো ধোনির হাঁটুতে

ছবি: আইপিএল

সদ্যসমাপ্ত আইপিএলে বাম হাঁটুর চোটে ভুগছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই চোট নিয়েই খেলেন গোটা মৌসুম। তার নেতৃত্বে চেন্নাই সুপার কিংস হয় চ্যাম্পিয়ন। আইপিএল শেষ করে আর দেরি করেননি ধোনি। চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর হাঁটুতে অস্ত্রোপচারও করালেন ভারতের তারকা ক্রিকেটার।

বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি হাসপাতালে ৪১ বছর বয়সী ধোনির বাম হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছে। এই খবর জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। তাদের কাছে চেন্নাইয়ের এক মুখপাত্র বলেছেন, 'হ্যাঁ, বৃহস্পতিবার মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফলভাবে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।'

ওই মুখপাত্র যোগ করেছেন, 'তিনি ভালো আছেন এবং আগামী দুই-এক দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে। বিস্তৃত পরিসরে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হওয়ার আগে তিনি কয়েক দিন বিশ্রামে থাকবেন। আশা করা হচ্ছে, পরের আইপিএলে খেলতে ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবেন তিনি।'

গত সোমবার আহমেদাবাদে আইপিএলের রুদ্ধশ্বাস ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই। প্রতিযোগিতার ইতিহাসে এটি তাদের পঞ্চম শিরোপা। ফলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে এখন তারা যৌথভাবে আইপিএলের সফলতম দল। শিরোপার জেতার পর মুম্বাইয়ে উড়ে যান ধোনি। সেখানে গিয়ে তিনি বিসিসিআইয়ের মেডিকেল প্যানেলের চিকিৎসক দীনশ পার্দিওয়ালার কাছ থেকে পরামর্শ নেন।

চোট নিয়ে ২০২৩ আইপিএলে খেললেও উইকেটকিপিংয়ের সময় ধোনি ছিলেন সাবলীল। কোনোরকম অস্বস্তিতে ভুগতে দেখা যায়নি তাকে। তবে চোটের কারণে সাধারণত নিচের দিকে ব্যাটিংয়ে নামতে দেখা যায় তাকে। রান নেওয়ার জন্য উইকেটের মধ্যে দৌড়ানোর সময়ও তাকে স্বাচ্ছন্দ্য লাগেনি।

অনেকেই ধরে নিয়েছিলেন যে এবারই শেষ আইপিএল খেলছেন ধোনি। অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার চেয়ে মধুর সমাপ্তি আর কী হতে পারে! তবে সহজ সেই চিন্তায় হাঁটছেন না ধোনি। শিরোপা জেতার পর কিংবদন্তি ক্রিকেটার জানান, ভক্তদের ভালোবাসাতের কারণে এখনই থামছেন না তিনি।

ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে পরের আইপিএল খেলার আশা ব্যক্ত করেন ধোনি,  'অবসর ঘোষণার এটাই হতে পারে সেরা সময়। কিন্তু যে ভালোবাসা আমি পেয়েছি সব মিলিয়ে… সহজ হচ্ছে এখান থেকে সরে যাওয়া। কিন্তু তার চেয়েও কঠিন ব্যাপার হচ্ছে, আরও ৯ মাস কঠোর পরিশ্রম করে আরেকটি আইপিএল খেলার চেষ্টা করা।'

Comments

The Daily Star  | English

Press Freedom Index: Bangladesh up 16 notches

Bangladesh’s press freedom improved, climbing from 165 to 149 in the World Press Freedom Index, the latest release from Reporters Without Borders (RSF) assessed.

3h ago