রোহিতের সংস্পর্শে ঋদ্ধ হয়েছেন গ্রিন

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রাখেন গ্রিন। দলকে প্লে অফে নেওয়ার পর অন্যতম ভরসার নাম ছিলেন তিনি।

কদিন আগেই আইপিএলে রোহিত শর্মার অধীনে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছিলেন ক্যামেরন গ্রিন। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিতকে পাচ্ছেন প্রতিপক্ষের অধিনায়কের ভূমিকা। তবে টেস্টের লড়াইয়ের ঝাঁজ দেখানোর আগে রোহিতের সংস্পর্শে নিজের উন্নতির কথা বললেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রাখেন গ্রিন। দলকে প্লে অফে নেওয়ার পর অন্যতম ভরসার নাম ছিলেন তিনি।

আইপিএলে ভালো খেলার পেছনে রোহিতেরও ভূমিকা ছিল তার উপর। সব সময় কাঁধে হাত রেখে আদায় করে নিয়েছেন সেরাটা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে তাই রোহিতকে নিয়ে প্রশংসায় ভাসলেন গ্রিন, 'তার মাঝে যে স্থিরতা আছে সেটা খুবই দৃশ্যমান।'

'সে অবশ্যই এক দশক ধরে কাজটা করছে। তার সঙ্গে থাকা এবং এরকম পরিস্থিতিতে কথা বলা ছিল দারুণ অভিজ্ঞতা।'

অলরাউন্ডার হলেও গ্রিন জানান মুম্বাইতে ব্যাট হাতেই মুখ্য ভূমিকা ছিল তার। তিনে নেমে ঝড় তোলার দায়িত্ব পেয়ে অনেক ম্যাচেই কার্যকর ইনিংস খেলেছেন, 'আমার ভূমিকা ছিল আগ্রাসী ক্রিকেট খেলা। যেভাবে সাফল্য পাওয়া যায় সেদিকে যাওয়া। স্পিন হোক বে পেস হোক মেরে খেলা। বোলার পিক করে আক্রমণ করা।'

ওভালে ৭ জুন থেকে শুরু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোহিতকে অবশ্য আউট করতে মরিয়া থাকবেন গ্রিন।

Comments

The Daily Star  | English

$27b health budget in the works

The government is preparing a $27 billion budget for the upcoming five-year health sector plan, up 52.5 percent from the ongoing programme that ends in June 2024.

7h ago