ওভালে স্পিনারদের সহায়তা দেখছেন শচীন

রবীচন্দ্রন অশ্বিন নাকি শার্দুল ঠাকুর? অফ স্পিন অলরাউন্ডার নাকি পেস অলরাউন্ডার? একাদশ বেছে নিতে কোন পথে হাঁটবেন রোহিত শর্মা, এই নিয়ে চলছে আলোচনা। তবে কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার মনে করেন, ওভালের পিচে বরং স্পিনারদের সহায়তাই করবে। সেদিক থেকে কোন দ্বিধা না করে অশ্বিন-জাদেজার জুটিকে খেলানোর পক্ষে তিনি।
একাদশে কিপার-ব্যাটার, বিশেষজ্ঞ ব্যাটার মিলে থাকবেন ছয়জন। সাত নম্বরে বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার খেলা নিশ্চিত। এছাড়া নিশ্চিত তিন পেসার খেলানোও ঠিক হয়ে আছে। বাকি একটি জায়গা অর্থাৎ ৮ নম্বরে পেস অলরাউন্ডার শার্দুল নাকি অশ্বিন? এই ছিল দোলাচল। এমনিতে অভিজ্ঞতা, ম্যাচ জেতানোর সামর্থ্য বিচারে অশ্বিনই প্রথম পছন্দ হন। কিন্তু ইংল্যান্ডের মাঠ বলেই বাড়তি একজন পেসার খেলানো হবে কিনা এই আলাপ ছিল।
একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে শচীন জানান, তার পর্বেযক্ষণে ওভালে স্পিনাররা যথেষ্ট সহায়তা পাবেন, 'ওভালে খেলা হওয়ায় ভারতীয় দল খুশি হতে পারে। ম্যাচ এগুলে ওভালের পিচ স্পিনারদের সহযোগিতা করতে পারে। স্পিন তাই গুরুত্বপূর্ণ হবে।'
'সব সময় টার্নিং ট্র্যাক লাগবে (স্পিনারদের সাফল্য পেতে) সেটা না। স্পিনাররা বাউন্সের উপর ভরসা করতে পারে। মেঘলা আকাশ থাকলে বলের চকচকে অংশের দিকের উপর অনেক কিছু নির্ভর করে।'
শচীন মনে করেন উইকেট পুরনো হওয়ার আগেই স্পিনাররা প্রভাব বিস্তার করতে পারেন। সেদিক থেকে ওভালের কন্ডিশন ভারতকে সুবিধা দেবে বলে মত তার, 'তারা যদি ড্রিফট পায়, তারা (অশ্বিন-জাদেজা) তাহলে বলকে কথা বলাতে পারে পিচ ভাঙার আগেই। কাজেই আমার মনে হয় ওভাল ভারতের জন্য ভালো ভেন্যু।'
বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শ্রীকার ভরত/ইশান কিশান, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।
Comments