টস জিতে বোলিং নিল ভারত, একাদশে নেই অশ্বিন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভীষণ গুরুত্বপূর্ণ টস ভারতের পক্ষে গেছে। টস জিতে মেঘলা আকাশের নিচে আগে বোলিং নিয়েছেন রোহিত শর্মা। একাদশে চার পেসারের সঙ্গে একমাত্র স্পিনার হিসেবে খেলছেন রবীন্দ্র জাদেজা, তাই জায়গা হয়নি রবীচন্দ্রন অশ্বিনের।
বুধবার লন্ডনের দ্য ওভালে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল। মেঘলা আকাশ দেখেই আগে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান রোহিত। তার মতে উইকেট বেশ ভালো, খুব একটা ভাঙার সম্ভাবনা নেই। তাই চার পেসারের দিকেই গিয়েছেন তারা, খুব কঠিন সিদ্ধান্ত হলেও অভিজ্ঞ স্পিনার অশ্বিনকে বাইরে রাখা হয়েছে।
১৮ মাস পর স্কোয়াডে ফিরে একাদশেই এসেছেন আজিঙ্কা রাহানে। তিনি নামবেন পাঁচে। কিপার ব্যাটার হিসেবে আলোচনায় থাকলেও ইশান কিশানকে না খেলিয়ে শ্রীকার ভারতকেও বেছে নিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট।
আগের দিন ঘোষিত অস্ট্রেলিয়ার একাদশেও আছে একই সমন্বয়। চার পেসারের সঙ্গে একমাত্র স্পিনার হিসেবে খেলছেন ন্যাথান লায়ন।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মারনাস লাবুশানে, স্টিভেন স্মিথ, ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন, আলেক্স কেয়ারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, স্কট বোল্যান্ড।
ভারতের একাদশ: রোহিত শর্মা,শুভমান গিল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, শ্রীকার ভারত, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ।
Comments