আফগানদের অচেনা বোলিং লাইনআপ সামলাবে বাংলাদেশ

চেনা মুখদের অনেকে নেই, সবচেয়ে বড় হুমকি রশিদ খানও নেই। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য আফগানিস্তান যে স্কোয়াড দিয়েছে তাতে নতুন মুখের ছড়াছড়ি।
২০১৯ সালের একমাত্র টেস্টের স্কোয়াডের ৭ জন আছেন এই স্কোয়াডে। বাকি ৮ জনই প্রথমবার টেস্ট খেলতে আসবেন বাংলাদেশে। এরমধ্যে পাঁচজন আছেন অভিষেকের অপেক্ষায়। সবচেয়ে উল্লেখযোগ্য হলো, আফগানদের একদম একটু নতুন বোলিং আক্রমণের মোকাবেলা করবে লিটন দাসের দল।
২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে হাসমতুল্লাহ শহীদী, রহমত শাহ, ইব্রাহিম জাদরান, আফসার জাজাই, ইকরাম আলিকাইল, জহির খান আর ইয়ামিন আহমেদজাই এবারও আছেন দলে। এরমধ্যে হাসমতুল্লাহ করবেন অধিনায়কত্ব।
বাকি আটজনকে প্রথমবার এখানে নিয়ে আসছেন আফগানরা। এরমধ্যে হামজা হোটাক, আব্দুল মালিক আর নাসির জামালের আছে টেস্ট খেলার অভিজ্ঞতা। বাকি পাঁচজন ব্যাটার বাহির শাহ, অলরাউন্ডার করিম জানাত (টি-টোয়েন্টিতে চেনা মুখ), লেগ স্পিনার ইজহারুল হক নাভিদ, দুই পেসার ইব্রাহিম আব্দুলরাহিমজাই ও নিজাত মাসুদ আছেন অভিষেকের অপেক্ষায়।
অভিজ্ঞ ব্যাটারদের কয়েকজন এবারও থাকলেও বোলিং লাইনআপে বড়সড় বদল হয়ে গেছে।
রশিদ খানের নেতৃত্বে সেবার অফ স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নবি। যিনি টেস্ট থেকে অবসর নেওয়ায় সঙ্গত কারণেই নেই। বাকিদের মধ্যে লেগ স্পিনার কাইস আহমেদকে এবার বিবেচনা করা হয়নি। তার বদলে নেওয়া হয়েছে তরুণ লেগ স্পিনার ইজহারুল হক নাভিদকে।
বিশ্বকাপের বছর মাথায় রেখে সেই ম্যাচে বাংলাদেশকে হারানোর আফগানদের নায়ক রশিদকে দেওয়া হয়েছে বিশ্রাম।
তবে সেই স্কোয়াডের দুই বোলার এবারও থাকবেন মুখ্য ভূমিকায়। পেসার ইয়ামিন আহমেদজাই আর বাঁহাতি রিষ্ট স্পিনার জহির খানকে রেখেছে দলটি।
অর্থাৎ পেসার ইয়ামিনের সঙ্গে একেবারে আনকোরা দুই পেসার। জহির খানের সঙ্গে একদম তরুণ এক লেগ স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজাতে হবে সফরকারীদের।
আপাত অর্থে বিষয়টি বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তিরই হওয়ার কথা। বিশেষ করে রশিদকে সামলাতে হচ্ছে না। আগেরবার বাংলাদেশকে ২২৪ রানে হারাতে দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন রশিদ।
৫ টেস্টে ৩৪ উইকেট নেওয়া রশিদের জন্য সাফল্য পেতে অনেক সময় উইকেটের ধরণ মুখ্য নয়। স্পিনারদের রসদবিহীন উইকেট রাখলেও সেখানে হুমকি হতে পারতেন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার।
রশিদের না থাকা ও আফগান আনকোরা বোলিং আক্রমণ থাকলেও সতর্কই থাকবে বাংলাদেশ। সবসময়ই রহস্যময় বোলারদের আন্তর্জাতিক আঙিয়ান পরিচয় করিয়ে দেওয়া আফগানদের হালকা করে নেওয়ার সুযোগ এমনিতেও নেই।
Comments