মেসির ঘোষণাতে টিকিটের দাম বাড়ল প্রায় ১৯ গুণ

এখনও আনুষ্ঠানিক কিছুই হয়নি। মৌখিক সমঝোতায় এসেছে দুই পক্ষ। তবে এর আগেই ইন্টার মিয়ামিকে বেছে নেওয়ার ঘোষণা দেন লিওনেল মেসি। আর এ ঘোষণাতেই তার ওজন টের পাচ্ছে ফুটবল বিশ্ব। মেসির সম্ভাব্য ম্যাচের টিকিটের মূল্য বেড়েছে ১৮৭৬ শতাংশ! অর্থাৎ প্রায় ১৯ গুণ।

বুধবার রাতে দুটি স্প্যানিশ সংবাদমাধ্যম দিয়ারিও স্পোর্ত ও মুন্দো দিপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে মায়ামিকে বেছে নেওয়ার কথা স্বীকার করেন মেসি, 'আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও চুক্তির সব কাজ সারতে পারিনি। এখনও কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

পিএসজি অধ্যায় শেষ হলেও এখনও ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরায়নি। জুনের ৩০ তারিখে শেষ হবে এই মেয়াদ। এরপরই আনুষ্ঠানিক চুক্তি সাড়তে পারবে দুই পক্ষে। তাই সব ঠিক থাকলে জুনের পর মায়ামির হয়ে খেলতে পারবেন মেসি। আগামী ২১ জুলাই মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে সেই ম্যাচের টিকিটের মূল্য হুহু করে বাড়তে থাকে।

তবে এর আগে ৮ জুলাই ডিসি ইউনাইটেডের বিপক্ষে ও ১৫ জুলাই সেইন্ট লুইস সিটির বিপক্ষে দুটি ম্যাচ রয়েছে মায়ামির। তবে স্থানীয় সূত্রের বরাতে দ্য অ্যাথলেটিক জানিয়েছে সেই দুই ম্যাচে নাও পাওয়া যেতে পারে মেসিকে। এমএলএসে তাই প্রথম ম্যাচটা ক্রুজ আজুলের বিপক্ষেই হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত মঙ্গলবার পর্যন্ত সেই ম্যাচের সবচেয়ে কম চাহিদার টিকিটের মূল্য ছিল ২৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা)। নিউইয়র্কের টিকিটের অনলাইন বাজার নিয়ন্ত্রণকারী প্ল্যাটফর্ম টিকপিকের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার মেসির ঘোষণার পর সেই টিকিটের মূল্য হয়েছে ৫৪৪ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৮,৭৭১ টাকা)।

একই সঙ্গে ম্যাচটি এমএলএসের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ হতেও পারে বলেও জানিয়েছেন টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন, 'মেসির মুখ থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কথাটা শোনার পর থেকেই ইন্টার মায়ামির ম্যাচের টিকিটের দাম তাৎক্ষণিকভাবে লাফিয়ে বাড়ছে। তর্কসাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি যতবার মায়ামির হয়ে খেলবে আমরা ততবারই নতুন টিকিট বিক্রির রেকর্ড গড়ব।'

Comments

The Daily Star  | English
bangladesh bank buys dollar

BB buys $313m more from 22 banks

Bangladesh Bank purchased another $313 million from 22 commercial banks in an auction yesterday, reacting to the sharp drop in the US dollar rate.

3h ago